Kolkata Tide: ফের বিপর্যয়! পাহাড়প্রমাণ ঢেউয়ের তোড়ে ভেসে যাবে কল্লোলিনী কলকাতা?

High Tide in Kolkata Ganga: গতকাল গিয়েছে রাখি পূর্ণিমা। সমুদ্রে জোয়ারের টান বহাল। উঠছে বিপুল ঢেউ। এবার তার জেরে গঙ্গাতেও উঠছে ঢেউ। ভয়ের মুখে কলকাতা।

| Aug 20, 2024, 15:44 PM IST

কমলাক্ষ ভট্টাচার্য: গতকাল গিয়েছে রাখি পূর্ণিমা। সমুদ্রে জোয়ারের টান বহাল। উঠছে বিপুল ঢেউ। এবার তার জেরে গঙ্গাতেও উঠছে ঢেউ। আমাদের মধ্যে যাঁদের বাড়ি উত্তর কলকাতায়-- মূলত আহিরীটোলা-শোভাবাজার-কুমারটুলি-বাগবাজার অঞ্চলে-- তাঁদের অনেকের স্মৃতিতেই এখনও 'বান আসছে, বান আসছে' শব্দবন্ধ রয়েছে। সেসব দেখতে অনেকেই আগেভাগে খোঁজ নিয়ে ঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়তেন। আজও, ভাসবে কলকাতা! কবে কখন কোথায়-কোথায়?

1/6

জলস্তর তুঙ্গে

আজ ২০ অগস্ট মঙ্গলবার বেলা ১টা ৫৭ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৬.০৭ মিটার বা ১৯.৯২ ফুট!  

2/6

দুপুরে বন্ধ

এ কারণে আজ, গঙ্গার ধারের লকগেটগুলি বেলা ১২ টা থেকে বন্ধই রয়েছে। দুপুর 4 টে পর্যন্ত বন্ধ থাকবে।

3/6

বিকেল পর্যন্ত

লকগেটগুলি বেলা বন্ধ থাকবে বিকেল ৪ টে পর্যন্ত!

4/6

ছোটখাটো বিপদ

আগে যখন বানের খবর জেনে লোকে গঙ্গার ঘাটে ভিড় জমাত, তখন অনেক সময়ই ছোটখাটো কিছু বিপদও ঘটে যেত।

5/6

সাবধানতা

তবে ইদানীং প্রশাসন এসব নিয়ে খুবই সতর্ক থাকে। বানের খবর এলেই তারা আগে থেকে প্রচার করে। এবং গঙ্গার ঘাটে ভিড় জমলে  তারা যথাবিহিত সাবধানতা অবলম্বন করে। 

6/6

সারাদিন ঢেউ

শুধু যে দুপুর-বিকেলেই বান উঠছে তা নয়, আজ সকালেও বানের পূর্বাভাস ছিল। সকাল ৯.০৩ মিনিটে প্রায় ৮ ফুট ঢেউ উঠেছিল। আবার দুপুর-বিকেলের পরেও রয়েছে বানের আতঙ্ক। রাত সাড়ে নটাতেও উঠবে ৭ ফুটের চেয়ে বেশি ঢেউ।