Anupam Hazra: `কেন বারবার দল ছেড়ে যাচ্ছে, আত্মবিশ্লেষণ প্রয়োজন`, সোশ্যালে `বেসুরো` অনুপম
দলবদলের ফলে বঙ্গের পদ্ম শিবিরের ক্ষতি হয়েছে এমনই মত অনুপম হাজরার। তাই অর্জুন সিংয়ের দলত্যাগের পর বিজেপি নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: অর্জুনের পর বেসুরো অনুপম (Anupam Hazra)। যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে তার উপরের কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে দলের ক্ষতি। ফেসবুকে নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগলেন অনুপম হাজরা। জল্পনার অবসান ঘটিয়ে রবিবাসরীয় বিকেলে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন অর্জুন সিং। তারপরেই বিজেপির অন্দরে অশনি সংকেতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
তবে দলবদলের ফলে বঙ্গের পদ্ম শিবিরের ক্ষতি হয়েছে এমনই মত অনুপম হাজরার। তাই অর্জুন সিংয়ের দলত্যাগের পর বিজেপি নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিলেন তিনি। ফেসবুকে পোস্ট করে তাঁর মন্তব্য, “কেউ দল ছাড়লেই “এতে কোনও ক্ষতি হবে না” বা “গুরুত্ব দিতে নারাজ” বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে “ক্ষতি যে কিছুটা হয়ে গেল” সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!!! কিন্তু কেউ নিতান্তই নিজের ব্যক্তি-স্বার্থ-চরিতার্থ করার বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে, সেটাকে গুরুত্ব না দেওয়াই ভাল!!! বাস্তবটাকে অস্বীকার করে কোনও লাভ নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি!!! অল ইজ ওয়েল বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে দেখতে ভাল লাগলেও, বাস্তবে সেটা সবসময় নাও খাটতে পারে!!”
জি ২৪ ঘণ্টাকে অনুপম হাজরা বলেন, ''এখানে ইঙ্গিত খুব স্পষ্ট। গত বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর থেকে বিভিন্ন নেতারা দল ছাড়ছেন। যখনই কেউ দল ছাড়ে তখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমাদের কিছু আসে যায় না। দলের কোনও ক্ষতি হবে না। বারবার করে নিজেকে সান্ত্বনা দেওয়াটা ঠিক নয়। কোনও মানুষ দল ছেড়ে চলে গেলে সেটা দলের ক্ষতি এটা মেনে নেওয়া প্রয়োজন।''
তিনি আরও বলেন, ''এখানে দু ধরনের মানুষ আছে। যেমন বাবুল সুপ্রিয়, মন্ত্রী করা হয়নি তাই তিনি দল ছেড়েছেন। পরে তা তিনি স্বীকারও করেছেন। ফলে সেক্ষেত্রে গুরুত্ব না দিলেও হয়। কিন্তু ভাল সংগঠক কাজ না করতে পেরে দল ছাড়লে তার বিশ্লেষণ প্রয়োজন।''
আরও পড়ুন, Anubrata Mondal: গরুপাচারের পর এবার ভোট পরবর্তী অশান্তি মামলা, ফের অনুব্রতকে তলব CBI-এর