নিজস্ব প্রতিবেদন:  শুক্রবার  শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তাঁর সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। শোভনের সঙ্গে কথা বলেন তাঁরা। মূলত কী কাজ করবেন, কোথায় কাজ করবেন সে নিয়েই কথা হয়েছে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিজেপি সংগঠনের কাজে শোভনকে নামাতে চায়। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তখন তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন শোভন-বৈশাখী। তখনই ঠিক হয় শোভন ধীরে ধীরে বিজেপির কাজে যুক্ত হবেন।



এদিকে জল্পনা, শোভন অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন বলে মুখ্যমন্ত্রী ভাইফোঁটায় তাঁদের কোনও উপহার পাঠাননি। বিজেপি সূত্রে খবর, বৈশাখী ফোঁটা দিতে চেয়েছিলেন  অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তীকে। দলীয় কাজ থাকায় ভাইফোঁটার দিন যেতে পারেননি তাঁরা, সেই উপক্ষ্যেই এদিন  শোভনের বাড়িতে গিয়েছিলেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী।



আরও পড়ুন- যারা দাঙ্গা করে, তারা পালিয়ে যাক: মমতা; ইউপি-বিহারের লোক বহিরাগত?: দিলীপ