সঙ্কটে `সম্রাট` অশোক, হাসপাতালে মমতা
প্রবীণ বামপন্থী নেতা ও ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক অশোক ঘোষের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মাল্টি অর্গান ফেইলিওর হয়েছে প্রবীণ এই বামপন্থী নেতার। আজ সকালে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিত্সার জন্য গড়া হয়েছে ছয় সদস্যের মেডিক্যাল টিম। দুপুরে তাঁকে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিকেলে প্রবীণ এই বামপন্থী নেতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। ফুসফুসে সংক্রমণ জনিত অসুস্থতায় ভুগছেন এই প্রবীণ নেতা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: প্রবীণ বামপন্থী নেতা ও ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক অশোক ঘোষের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মাল্টি অর্গান ফেইলিওর হয়েছে প্রবীণ এই বামপন্থী নেতার। আজ সকালে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিত্সার জন্য গড়া হয়েছে ছয় সদস্যের মেডিক্যাল টিম। দুপুরে তাঁকে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিকেলে প্রবীণ এই বামপন্থী নেতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। ফুসফুসে সংক্রমণ জনিত অসুস্থতায় ভুগছেন এই প্রবীণ নেতা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।