সৌরভ পাল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঙালির মেগা সেলিব্রেশন দুর্গোত্সব। সামাজিক অবস্থান, অর্থনৈতিক স্তর এই সবকিছুর বেড়া ভেঙে আপামোর বাঙালি শরতের এই কয়েকটা দিনে আগামী একটা বছরের জন্য জীবনীশক্তি আহরণ করে নেয়। বাদ যায় না সোনাগাছিও। এশিয়ার বৃহত্তম যৌনপল্লীতেও মা আসেন। ২০১৩ সালে দুর্বার ও যৌনকর্মীদের যৌথ উদ্যোগে শুরু হওয়া সোনাগাছির দুর্গাপুজো এই বছর বন্ধ থাকলেও ('অপরিসর জায়গা' হওয়ায় এই বছর পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার) একেবারে বন্ধ থাকছে না সোনাগাছির দুর্গাপুজো। হ্যাঁ, এবারও সোনাগাছিতে মা এসেছেন, তবে একটু বিশেষভাবে।


আরও পড়ুন- ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো


মিরাক্যালটা ঘটিয়েছে এক খুদে। নাম- অষ্টম মণ্ডল, ক্লাস- এইটের এই ছাত্রটি এবার নিজে হাতে বানিয়েছে আস্ত একটা দুর্গা প্রতিমা। আর সেই মৃন্ময়ী মূর্তিই পূজিতা হচ্ছেন সাবেক সোনাগাছির অন্দরে। অষ্টমের এই প্রয়াস নিঃসন্দেহে কৃতিত্বের দাবি রাখে। আর সেই কৃতিত্বে যেন একটি আলাদা পালক যুক্ত হয় 'স্থানমাহাত্ম্যের' জন্য। যদিও বালক অষ্টমের কাছে 'কৃতিত্ব' বা 'স্থানমাহাত্ম্য' এই ধরনের শব্দগুলোর খুব একটা মূল্য নেই। ও কেবল খুশি ওর সৃষ্টিকে পুজো পেতে দেখে। ও যে মনের আনন্দে মাকে গড়েছে সোনাগাছির মাটিতে। আর, অজান্তেই ঢুকে পড়েছে এক ঘটমান ইতিহাসে।


আরও পড়ুন- কলা বৌ স্নান পর্ব শেষ, মহাসপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়