কলা বৌ স্নান পর্ব শেষ, মহাসপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়

আজ মহাসপ্তমী। দুর্গাপুজার আনুষ্ঠানিক সূচনা। সকালে কলা বৌ স্নান পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু দেবীর পুজা। এবার উত্‍সবের মেজাজের সঙ্গে যোগ হবে দেবীর আরাধনা পর্ব। স্নানের পরে প্রতিমার সামনে পুষ্পাঞ্জলি । দুপুরে ভোজনরসিক বাঙালির পাতে পড়বে ভালোমন্দ রান্না। সন্ধেয় সারা বছরের একঘেয়েমি ধুয়ে-মুছে উত্‍সবের স্রোতে ভাসবে শহর থেকে গ্রাম। সপ্তমীতেও ভিড় সামলানো পুলিসের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

Updated By: Oct 8, 2016, 09:38 AM IST
কলা বৌ স্নান পর্ব শেষ, মহাসপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়

ওয়েব ডেস্ক: আজ মহাসপ্তমী। দুর্গাপুজার আনুষ্ঠানিক সূচনা। সকালে কলা বৌ স্নান পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু দেবীর পুজা। এবার উত্‍সবের মেজাজের সঙ্গে যোগ হবে দেবীর আরাধনা পর্ব। স্নানের পরে প্রতিমার সামনে পুষ্পাঞ্জলি । দুপুরে ভোজনরসিক বাঙালির পাতে পড়বে ভালোমন্দ রান্না। সন্ধেয় সারা বছরের একঘেয়েমি ধুয়ে-মুছে উত্‍সবের স্রোতে ভাসবে শহর থেকে গ্রাম। সপ্তমীতেও ভিড় সামলানো পুলিসের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন- বড় পুজোয়, বড় প্রশ্ন

থিমের ভিড়ে ক্লান্ত? কিংবা পা ব্যথা? একঘেয়েমি এসে গেছে। স্বাদবদল করতে বড় রাস্তা থেকে পিছলে ঢুকে যান বড় আবাসনে। সেখানেও পেতে  পারেন শারদীয় চমক। কোথায় যাবেন? হদিশ দিচ্ছি আমরা।

ব্ল্যাকস্টোন আগরবাতি নিবেদিত ২৪ ঘণ্টা মহাপুজো সেরা আবাসন বিভাগে প্রথম ও দ্বিতীয় সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা

উত্তর কলকাতার পুজোগুলির তালিকায় রয়েছে-

সুখবৃষ্টি সর্বজনীন
বলাকা আবাসন
ক্লাবটাউন দুর্গোত্‍সব
ত্রিদেব গার্ডেন
পাতিপুকুর সরকারি আবাসন
শালবনি অ্যাপার্টমেন্ট
১ এর পল্লি নিকাশিপাড়া
বিনায়ক এনক্লেভ

উত্তর কলকাতার পুজোগুলির বিচারকের ভূমিকা পালন করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। দক্ষিণ কলকাতার পুজোগুলির তালিকায় রয়েছে,

সানি সিজন শারদোত্‍‍সব
দেবরাধা অ্যাপার্টমেন্ট
রিজেন্ট পার্ক গভর্নমেন্ট হাউসিং
টালিগঞ্জ কীর্তি
ডায়মন্ড সিটি সাউথ
সাউথ সিটি গার্ডেন
রুচিরা আবাসন
অভিষিক্তা-২

দক্ষিণ কলকাতার পুজোগুলির বিচারক ঋধিমা ঘোষ। এখন শুধুই অপেক্ষার প্রহর গোণা। চব্বিশ ঘণ্টা মহাপুজোর সেরা আবাসনের শিরোপা কারা পেল জানতে শনিবার দিনভর চোখ রাখুন চব্বিশ ঘণ্টায়।
       

.