Kolkata: বেলাগাম চালকরা; নাজেহাল পুলিস, গত ২ মাসে বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের
পুজোয় চতুর্থীর দিন। বাইপাসের কাছে একটি দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে শিউরে উঠেছিলেন শহরবাসী
নিজস্ব প্রতিবেদন: গত দু’মাসে কলকাতায় শুধু বাইপাসেই বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেলের অন্ততপক্ষে ১০ জন। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিস। করা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ডও। কিন্তু তারপরও বহু ক্ষেত্রে চালকদের বেপরোয়া মনোভব আটকানো যাচ্ছে না। এমনটাই অভিমত পুলিসের।
পুজোয় চতুর্থীর দিন। বাইপাসের কাছে একটি দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে শিউরে উঠেছিলেন শহরবাসী। ঘটনা হল আগের রাতে ইএম বাইবাসে ক্যাপ্টেন ভেরির কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক চালকের। ধড় থেকে তার মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে কয়েকশো মিটার দূরের। গুরুতর আহত হন পিলিয়ন রাইডার তরুণী। তদন্তকারীরা বুঝতে পারেন গাড়ির গতি কতটা বেশি থাকলে এভাবে দেহ বিছিন্ন হয়ে যেতে পারে।
তদন্তে পুলিশ জানতে পারে, দুর্ঘটনার সময় ওই বাইকের গতি ছিল ১২০ কিমির বেশি। দু’জনের কারও মাথায় ছিল না হেলমেট।
আরও পড়ুন- Tathagata Roy: 'স্বেচ্ছায় এখনই দল ছাড়ছি না, বিবেকের ভূমিকা পালন করে যাব', টুইট তোপ তথাগতর
শরিবারই বাইপাসে জোডা দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। আহত হন ৬ জন। সকালে হাইল্যান্ডের পার্কের কাছে বাসের রেষারেষির জেরে প্রাণ হারান এক তরুণ। বিকালে চিংড়িহাটা মোডে বেপরোয়া প্রাইভেট গাড়ি ধাক্কায় মৃত্যু হয় একজনের। আহত হন আরও ৬ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার সকালে রুবি মোডে প্রাইভেট গাড়ির ধাক্কায় আহত হন এক মহিলা । পুলিস সূত্রে খবর, এবার পুজোর আগে থেকে ইএম বাইপাসে দুর্ঘটনা বেড়েছে। মা উডালপুল থেকে উল্টোডাঙা পর্যন্ত বাইবাসে স্ট্রেচটিতে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৮ জনের। যার মধ্যে অর্ধেক বাইক দুর্ঘটনা। গোটা বাইপাস ধরলে গত দু’মাসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।
কী কারণে দুর্ঘটনা ?
পুলিস সূত্রে দাবি, কোনো একটি নির্দিষ্ট কারণে নয়। দুর্ঘটনায় এই মৃত্যু গুলির তদন্তে বিভিন্নরকম কারণ উঠে আসছে।
বেপরোয়া গাড়ি চালানো, তীব্র গতিবেগ, ফেসবুক করতে করতে করতে গাড়ি চালানো, বিনা হেলমেটও বাইক চালানো, বাস থেকে নামার সময় দুর্ঘটনা, অথবা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া।
কী ব্যবস্থা নিচ্ছে পুলিস
শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির মধ্যে বরাবরই একেবারে প্রথম সাডিতেই থাকে ইএম বাইপাস। ফলে বাইপাসে দুর্ঘটনা রুখতে নানা ব্যবস্থা নিতে হয় পুলিসকে। সম্প্রতি বাইপাসে দুর্ঘটনার গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় বাড়ানো হয়েছে নজরদারি।
আরও পড়ুন- Dengue: একলাফে আক্রান্ত ৬৫০! রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি
পুলিস সূত্রের দাবি
* বাইপাসের উপর বিভিন্ন জায়গায় প্রিজন গার্ড উইথ রিফ্লোক্টর বসানো হয়েছে।
* স্পিডোমিটার দিয়ে স্পিড পরীক্ষা করা হচ্ছে
* রাতে ক্যাপ্টন ভেড়ি সংলগ্ন সার্ভিস রোড সহ দুটি সার্ভিস রোড বন্ধ রাখা হচ্ছে
*বাস, গাডি - ইত্যাদির জন্য কিছু জায়গায় লেন ড্রাইভিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
*সিসিটিভি থেকে মনিটর করে অনলাইনে চালান পাঠানো হচ্ছে
*সর্বোপরি বাইপাসে গত দু’মাসে কমপক্ষে ৩০০ চালকের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)