সাতসকালে মেট্রোয় মারণঝাঁপ, কিছুক্ষণের জন্য ব্যাহত পরিষেবা
ঘটনার জেরে ব্যস্ত সময়ে সাময়িক ব্যহত হয় মেট্রো পরিষেবা।
নিজস্ব প্রতিবেদন : ফের সাত সকালে মেট্রোয় মারণঝাঁপ। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রবীন্দ্র সদন স্টেশনে ডাউন লাইনে কবি সুভাষগামী ট্রেন প্লাটফর্মে ঢোকার সময় ঝাঁপ দেন আনুমানিক বছর পঞ্চাশের এক ব্যক্তি। ট্রেনের প্রথম কামরার চার নম্বর চাকায় ওই ব্যক্তি দেহ জড়িয়ে যায় । একেবারে শেষ মুহূর্তে চালক এমারজেন্সি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, ওই ব্যক্তি ৭ টা ৪২ মিনিটে একটি পাঁচ টাকার একটি টোকেন কেটে রবীন্দ্র সদন প্ল্যাটফর্মে ঢোকেন।
এরপর লাইনে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু হয়। ঘটনার জেরে ব্যস্ত সময়ে সাময়িক ব্যহত হয় মেট্রো পরিষেবা। তবে পরিষেবা পুরোপুরি বন্ধ হয় নি। সেন্ট্রাল থেকে নোয়াপাড়া অন্যদিকে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকে। কিন্তু অফিস টাইমে এই ঘটনায় ফের ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। এরপর দ্রুত দেহ উদ্ধার করার পর ৮টা ১১ থেকে সম্পূর্ণ পরিষেবা চালু করে মেট্রো। ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ।
আরও পড়ুন - নথি জটে আগামিকালও আলিপুর আদালতে রাজীব-সিবিআই জোড়া মামলার শুনানি অনিশ্চিত