নিজস্ব প্রতিবেদন: এবার রত্না চট্টোপাধ্যায় বিরুদ্ধে লালবাজারের দ্বারস্থ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পুলিস কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করলেন। অভিযোগ পত্রে তিনি লেখেন, রত্না চট্টোপাধ্যায় তাঁকে হুমকি দিচ্ছেন। প্রাণসংশয়ে ভুগছেন তিনি। তাই পুলিসি নিরাপত্তার দাবি জানাচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত, সংবাদমাধ্যমে দেওয়া রত্না চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকারকে ঘিরে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রত্না চট্টোপাধ্যায় ও তাঁর স্বামীকে হুমকি দিয়েছেন। সংবাদমাধ্যমে বলছেন, তাঁদের ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো হবে। চিঠিতে রত্না চট্টোপাধ্যায়কে প্রভাবশালী বিধায়ক বলে উল্লেখ করেছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী। 


আরও পড়ুন: রাতভর বৃষ্টি, জল থই থই শহর কলকাতা, বিপত্তি আমহার্স্ট স্ট্রিট, আনোয়ার শাহ, ঢাকুরিয়ায়


আরও পড়ুন: করোনার ধাক্কায় আসেননি ১৬ লক্ষ পর্যটক, সামাল দিতে ঘরোয়া পর্যটনের টোটকা Mamata-র


রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগে অভিযোগ করলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার পুলিসের কাছে তাঁর আর্জি, রত্না চট্টোপাধ্যায়ের হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাঁর সুরক্ষা নিশ্চিত করা হোক।