বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আশা কর্মীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব
বেতন বাড়ছে চুক্তিভিত্তিক কর্মীদের।
নিজস্ব প্রতিবেদন: বেতন বাড়ছে চুক্তিভিত্তিক কর্মীদের। ভাতা বাড়ছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদেরও। রাজ্য বাজেটে প্রস্তাব অর্থমন্ত্রী অমিত মিত্রের। বিরোধী বিক্ষোভের মাঝে সংক্ষিপ্ত বাজেট ভাষণে অর্থমন্ত্রীর দাবি, বৃদ্ধির নিরিখে গোটা দেশে এগিয়ে রাজ্য।
আরও পড়ুন- এখনই রাষ্ট্রপতি শাসন নয়, কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা রাজ্য বিজেপির
কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। মোদী সরকারের আচরণের প্রতিবাদ করে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে পেশ হল রাজ্য বাজেট।
'দেশের নিরিখে এগিয়ে বাংলা'
৩ দিনের সংক্ষিপ্ত বাজেট অধিবেশন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত। এক ঘণ্টার কম সময়ের মধ্যে রাজ্যে সরকারের সাফল্যের খতিয়ে তুলে ধরেন অমিত মিত্র। তাঁর দাবি, জাতীয় বৃদ্ধির হার থেকে শিল্পে বৃদ্ধি, সবেতেই দেশের নিরিখে এগিয়ে বাংলা।
২০১৮-১৯ সালে রাজ্যে জিডিপি ১১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা
গত ৭ বছরে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের সব রাজ্যে থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ
২০১৭-১৮ সালে দেশে শিল্পে বৃদ্ধির হার ৫.৫৬%
২০১৭-১৮ সালে রাজ্যে শিল্পে বৃদ্ধির হার ১৬.২৯%
কৃষকবন্ধু রাজ্য সরকার চাষিদের সহায়তা কি পদক্ষেপ নিয়েছে, তার তালিকাও পেশ করেন অর্থমন্ত্রী। নজর দেওয়া হয়েছে চুক্তিভিক্তিক কর্মী এবং আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিকেও। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী, যারা মাধ্যমিক পাস ও ৩বছর কর্মরত, তাদের পদোন্নতি করে গ্রুপ সি করার প্রস্তাব-
অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আশা কর্মীদের ভাতা ১ ফেব্রুয়ারি, ২০১৯ থেকে ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব।