নিজস্ব প্রতিবেদন: নিয়োগের কয়েক দিনের মধ্যেই আদালতের তলব। রাজ্যের নতুন কার্যনির্বাহী ডিজি মনোজ মালব্যকে তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ সেপ্টেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Fake Police: এবার গার্ডেনরিচ থেকে জালে ভুয়ো পুলিস 


কেন এই তলব? আদালত সূত্রে খবর, দুটি ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার মামলা চলছিল। সেই দুই সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মানেননি ডিজি। ওই দুই সংস্থার কাউকেই আদালতে হাজির করা হয়নি। আজ ওই মামলা চলাকালীন সরকারি আইনজীবীও আদালতে হাজির ছিলেন না। তারপরই ডিজিকে আদালতে হাজির করার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।


আরও পড়ুন-Afghanistan: নয়া সরকারের সর্বোচ্চ কর্তৃত্ব কার হাতে? অবশেষে জানাল Taliban


এদিকে, সূত্রের খবর এনিয়ে আজই আদালতে পাল্টা পদক্ষেপ করবে রাজ্য সরকার। জানা যাচ্ছে, সরকারি আইনজীবী আদালতে আবেদন করবেন যাতে ডিজির আদালতে হাজিরা থেকে রেহাই দেওয়া হয়। পরবর্তী অন্য কাউকে হাজিরার নির্দেশ দেওয়ার আবেদন করা হবে। তবে এখনওপর্যন্ত ২১ সেপ্টেম্বর হাজিরার নির্দেশই বহাল রয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)