শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্যপাল নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে এবার মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই ভোটাভুটি পাস হয়ে হয়ে গেল আচার্য বিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিন্তাভাবনা শুরু হয়েছিল আগেই। স্রেফ সিদ্ধান্ত নয়, রাজ্যপাল জগদীপ ধনখড়ের বদলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানোর প্রস্তাবেও অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। কীভাবে এই প্রস্তাব কার্যকর হবে? বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করতে এদিন বিধানসভায় বিল পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভোটাভুটিতে সেই বিল পাসও হয়ে গেল। বিলের পক্ষে ভোট পড়ল ১৬৭, আর বিপক্ষে ৫৫।



এদিকে বিধানসভায় ভোটাভুটিতে ছাপ্পাভোটের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, এদিন অধিবেশনে বিজেপি ৫৭ জন উপস্থিত ছিলেন এবং সকলেই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। তাহলে বিলের বিপক্ষে ৪০টি ভোট কেন? শুধু তাই নয়, রাজ্যপালকে আচার্য বিল স্বাক্ষর না করার আর্জি জানাতে রাজভবনেও যাবেন বিজেপি বিধায়করা। কবে? ২০ জুন।