নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ নির্দিষ্ট করে দিল শিক্ষা দফতর। নির্দেশিকা জারি করে জানান হল যে, এবার থেকে স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। একই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে 'বিশ্ব বাংলা'র (Biswa Bangla) লোগো। পকেটের উপর থাকবে 'বিশ্ব বাংলা'র (Biswa Bangla) লোগো। সরকারের এই নির্দেশিকার বিরোধিতায় সরব বিজেপি (BJP)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন'-এর আওতায় শিক্ষা দফতরের তরফে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে পোশাক, ব্যাগ, জুতো দেওয়া হয়। এবার শিক্ষা দফতরের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি স্কুলগুলোতে একই রঙের পোশাক হবে। সেই পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। ছেলেদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত  পোশাক হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। মেয়েদের জন্য পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। সালয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হবে।


স্কুলের পোশাকের পকেটে 'বিশ্ব বাংলা'র (Biswa Bangla) লোগো রাখারও নির্দেশিকা জারি হয়েছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নির্দেশিকার বিরোধিতা করেছে বিজেপি (BJP)। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই মনে করছি। আমি এবং আমরা দলের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বহু স্কুল রয়েছে যারা একশো বছরের বেশি। তাঁদের নিজস্ব পোশাকবিধি রয়েছে। যা একশো বছর ধরে চলছে। এটা একটা একনায়কতন্ত্র সিদ্ধান্ত। আগামিদিনে এটা ভাল হবে না। স্কুলের পরিচালন সমিতি রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে পোশাকর রঙ কী হবে।"


আরও পড়ুন: Abhishek Banerjee on ED Summon: ED-র হাজিরা দিতে দিল্লি গেলেন অভিষেক; সুপ্রিম কোর্টে যাব, মাথা নত করব না: TMC সাংসদ


আরও পড়ুন: 'পাড়ায় সমাধান'-র মাধ্যমে বদলি! স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চাইল হাইকোর্ট


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)