'পাড়ায় সমাধান'-র মাধ্যমে বদলি! স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চাইল হাইকোর্ট

বদলির নির্দেশপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, এরকম বদলি নিয়ম বহির্ভূত

Updated By: Mar 20, 2022, 02:25 PM IST
'পাড়ায় সমাধান'-র মাধ্যমে বদলি! স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চাইল হাইকোর্ট

অর্ণবাংশু নিয়োগী

রাজ্যে বাড়ছে স্কুলছুটের সংখ্য়া। বহুক্ষেত্রে স্কুলে নষ্ট হচ্ছে ছাত্র-শিক্ষকের অনুপাত। এনিয়ে হওয়া এক জনস্বার্থ মামলায় বেরিয়ে এল পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে শিক্ষক বদলির বিষয়টি। সেই মামলায় কোন কোন স্কুলে শিক্ষক-ছাত্র অনুপাত কেমন, জানতে চাইল আদালত।

রাজ্যের অনেক সরকারি স্কুলে শিক্ষক-ছাত্রের অনুপাত নষ্ট হয়ে গিয়েছে। বন্ধ হচ্ছে স্কুল। বাড়ছে স্কুলছুটের সংখ্যা। আবার কোথাও পড়ুয়াদের সংখ্যা ২০০ অথচ শিক্ষক রয়েছেন মাত্র ১ জন। এমনটাই অভিযোগ উঠছে। রাজ্যে এমন স্কুলের সংখ্যা কত তার হিসেব তলব করল কলকাতা হাইকোর্ট।

রাজ্যে কতগুলি প্রাথমিক স্কুল, কতগুলি সেকেন্ডারি স্কুল রয়েছে, সেখানে শিক্ষক সংখ্যা কত, ছাত্র কতজনব তার একটি দীর্ঘ হিসেব দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই বদলির কারণে শিক্ষক-ছাত্র অনুপাতে বেনিয়ম ধরা পড়েছে। 

এনিয়ে হওয়া এক জনস্বার্থ মামলায় আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ি বলেন, 'পড়ুয়ার অভাবে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোথাও ছাত্র আছে অথছ শিক্ষকের অভাব রয়েছে। পাড়ায় সমাধানের মাধ্যমে কীভাবে শিক্ষক বদলি হয়? হাইকোর্টে সব তথ্য জমা দিয়ে আমরা জানাব।'

প্রসঙ্গত, বদলির আবেদনই করেননি অথচ বদলি করে দেওয়া হয়েছে রাজ্যে ৮৭ শিক্ষককে। কীভাবে? রাজ্য সরকারের 'পাড়ায় সমাধান' কর্মসূচির মাধ্যমে। শুধু তাই নয় ওইসব শিক্ষকদের ইতিমধ্যেই তাদের নতুন স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের অভিযোগ, এরকম বদলি নিয়ম বহির্ভূত।

উল্লেখ্য, সরকারি হিসেব অনুযায়ী রাজ্য বর্তমানে প্রাইমারি স্কুলের সংখ্যা ৫০,১৫১টি, উচ্চ প্রাথমিকের সংখ্যা ৭২২০টি, হায়ার সেকেন্ডারি ৬৩৫৬টি। মোট স্কুলের সংখ্যা ৬৩ হাজার ৭২৭টি। রাজ্যে সবকটি স্কুলের মধ্যে কোন কোন স্কুলে ছাত্র-শিক্ষকের সমানুপাতের অভাব রয়েছে তার তথ্য জমা দিতে হবে হাইকোর্টে।

আরও পড়ুন-Coronavirus: ফের দেশে বাড়ল করোনায় মৃতের সংখ্যা, নয়া প্রজাতি নিয়ে বাড়ছে উদ্বেগ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.