নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tiberwal) প্রার্থী করল গেরুয়া শিবির। রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। 'ভোট পরবর্তী হিংসা' মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করেন তিনি। এবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটে এন্টালি থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)। কিন্তু হেরে যান। তবে আদালতে দুঁদে আইনজীবী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)। অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় লড়াই করেন তিনি। রাজনৈতিক ভাবে যে মামলাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল।


আরও পড়ুন: WB By-Poll: 'BJP নামার আগেই Mamata মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়েছেন', কটাক্ষ Dilip-এর


আরও পড়ুন: Kolkata: রাতে শিক্ষক নেতা মইদুল ইসলামকে ধরতে গেল পুলিস, গ্রেফতারি নিয়ে চরম নাটকীয়তা


সম্প্রতি 'ভোট পরবর্তী হিংসা' মামলাতেও আইনজীবী ছিলেন তিনি। যে মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া জাতীয় ও রাজ্যের সংবাদমাধ্যমের বিভিন্ন ডিবেট শো'য়ে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ফলে দলের মধ্যে অত্যন্ত লড়াকু নেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)।