নিজস্ব প্রতিবেদন: নাম না করে 'লেডি তালিবান' বলে মমতাকে (Mamata Banerjee) আক্রমণ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)। তার পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর কথায়,'সাবধান করছি এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন। নইলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না।'           


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সল্টলেকের বিডি ব্লকে রাখি বন্ধ উৎসবে হাজির হন বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)। সেখানে দাঁতনে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন,'শুধু দাঁতন কেন! চতুর্দিকে এই ঘটনা। তালিবানি শাসনে যা ঘটছে সেই কায়দা চলছে পশ্চিমবঙ্গ। লেডি তালিবান দেখতে চাইলে পশ্চিমবঙ্গে চলে আসুন। টিকিট কাটার দরকার নেই। কাবুল যাওয়ার দরকার নেই। কালীঘাটেই দেখতে পারবেন। কালীঘাটে যে লেডি তালিবান থাকে তাকে উদ্দেশ্য করে বলছি।'


সায়ন্তনের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের মহাসচিবের কথায়,'এসব অর্ধ মানসিকতার লোক। তাদের নিয়ে কী করবেন! এরা বুঝে গেছে যে আপনারা ঘুরছেন এমন টাটকা কিছু কথা বলতে হবে যাতে ওদের দেখা যায়। ওরা মানুষের মনে মুছে গিয়েছে। এরকম বহু কথা বিজেপির লোক এ দিক ও দিক বলে বেড়াচ্ছে। আমি সায়ন্তনবাবুকে সাবধান করছি। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন। নইলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না।'


আরও পড়ুন- BJP: বাংলা বাংলাতেই থাকবে, উত্তরবঙ্গ-ভাগ নিয়ে Dilip-ব্যাখ্যার উল্টো পথে Locket


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)