BJP: বাংলা বাংলাতেই থাকবে, উত্তরবঙ্গ-ভাগ নিয়ে Dilip-ব্যাখ্যার উল্টো পথে Locket
রবীন্দ্রনাথকে হৃদয়ে রেখে বাংলা কখনও ভাগ হতে পারে না, জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
নিজস্ব প্রতিবেদন: বার্লার পাশে বসে বাংলা ভাগের দাবি অবৈধ নয় বলে শনিবার মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার দলের সভাপতির বিপরীত অবস্থানে দাঁড়ালেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হুগলির বিজেপি সাংসদ বলেন,'বাংলা কখনও ভাগ হতে পারে না।'
এ দিন বাংলা ভাগ প্রসঙ্গে লকেট (Locket Chatterjee) বলেন,'আমরা কখনও চাই না। বাঙালির সংস্কৃতি, বাঙালির বিচারধারা সম্পূর্ণ অন্যরকম। আমরা সকলে একসঙ্গে বাস করি। বাংলা আমাদের কাছে খুব প্রিয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- বাংলা বাংলাতেই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। রবীন্দ্রনাথকে হৃদয়ে রেখে বাংলা কখনও ভাগ হতে পারে না।'
উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা (John Barla)। শনিবার জলপাইগুড়িতে তাঁর পাশে বসে আলাদা রাজ্যের দাবি উস্কে দেন দিলীপ (Dilip Ghosh)। উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলকে বঞ্চনার অভিযোগ তুলে দিলীপ বলেছিলেন, 'গত ৭৫ বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পর কেন উত্তর বাংলার কোনও উন্নয়ন হয়নি? কেন এখানকার মানুষকে চিকিৎসা, শিক্ষা, চাকরির জন্যে বাইরে যেতে হবে? কেন হাসপাতাল নেই? কেন ভালো স্কুল-কলেজ নেই? কেন কলকারখানা নেই? জীবিকার ব্যবস্থা নেই! জঙ্গলমহলেও সেই অবস্থা। ওখানে আমার মা-বোনেরা এখনও শালপাতা, কেন্দুপাতা নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন। কেন তাঁদের রাঁচি, ওড়িশা ও গুজরাটে চাকরির জন্য যেতে হচ্ছে? তাঁদের অধিকার নেই স্বাধীনতার, উন্নয়নের লাভ পাওয়ার? তাই তাঁরা যদি দাবি করে থাকেন তা অবৈধ নয়।' জন বার্লা জনপ্রতিনিধি হিসেবে মানুষের হয়ে আওয়াজ তুলেছেন বলে সওয়ালও করেছিলেন দিলীপ।
রাজনীতির কারণে বিচ্ছিন্নবাদী শক্তিকে বিজেপি মদত দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এ দিন ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন,'ছোট ছোট রাজনৈতিক লাভের জন্য আমরা দেশটার ক্ষতি করে দিয়েছি। একদিন আমিও থাকব না। প্রধানমন্ত্রী থাকবেন না। ভারতবর্ষ থাকবে। এই দেশটা থাকবে। আমরা ছোট ছোট রাজনৈতিক স্বার্থে একটা রাজনৈতিক লাভ করব। সেজন্য দেশটাকে যদি ভাঙতে শুরু করি আবার দেশের সর্বনাশ হবে। এই রাজনৈতিক লাভের জন্য একসময় ভারত ভাগ হয়েছে।'
আরও পড়ুন- Ajanta-কে 'শাস্তি'র দায় নিয়ে সিপিএমের অন্দরে টানাপোড়েন, অনিল-কন্যা বলেই কি দ্বিধা?