নিজস্ব প্রতিবেদন: ভুয়ো টিকা শিবির (Fake COVID Vaccination Camp) বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে সরকারের কোনও যোগ নেই। বুধবার সাংবাদিক বৈঠকে আরও একবার জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় বিজেপি (BJP) জড়িত থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'এই সব কেসগুলো বিজেপির সাজানো নয় তারই বা প্রমাণ কোথায়?'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ভুয়ো টিকাকাণ্ডে (Fake COVID Vaccination) অভিযোগ আসার সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও মনে করিয়ে দেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'ওটা বিচ্ছিন্ন ঘটনা। রাজ্য সরকার কোনওভাবেই জড়িত নয়। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ করেছি তা আগে কেউ করার সাহস করেনি। বিভিন্ন এজেন্সিকে দিয়ে বিজেপি লোক সাজিয়ে বাংলাকে বদনাম করছে। যে কোনও একটা ছোট্ট ঘটনা ঘটলে টিল নয় কিল নয় ঢিল -একটা কিছু করে যাচ্ছে। টোটাল বোঝাপড়ার মাধ্যমে। উত্তরপ্রদেশে রোজ মারা যাচ্ছে হাথরস থেকে দিল্লিতে ক্যা ক্যা-র ঘটনা- কত লোক মারা গেছে। আজ পর্যন্ত কোনও বিচার হয়নি। আজকে একটা ভুয়ো শিবির করে বলে তোমরা চালাচ্ছ। সেটাও সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি আমরা। আমরা খোঁজ নিয়েছি  সেটা কোভিডের ইঞ্জেকশন নয়। যা দিয়েছে ভুল করেছে। আমি তো বলেছি উগ্রপন্থার চেয়ে ভয়ঙ্কর। যারা দিয়েছে তারা ছবি তুলে রেখে দেয়। কারণ শো-অফ করার জন্য। ডেঞ্জারাস! এখন কারও সঙ্গে কারওর ছবিও তোলা যাবে না। কঠিন পক্ষেপ করেছি। সিট তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি অ্যান্টি বায়োটিক ইঞ্জেকশন দিয়েছে। কোভিড ইঞ্জেকশন নয়। আশা করি খারাপ কিছু হবে না। যত জনকে দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেকের সঙ্গে স্বাস্থ্য দফতর যোগাযোগ রেখেছে। শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁদের সকলের টিকাকরণ করে দেব।'


ঘটনায় বিজেপি-যোগের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন,'এই সব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি তারই বা প্রমাণ কোথায়? বিজেপি সাজানো লোক তৃণমূলের দু'টো ছবি তুলে রাখে। ছবি দিয়ে বিচার করা যায় না। এখন ফটোশপ থেকে ছবি করে নেয় অনেকে। জুম করে ছবি তোলে। রাস্তায় বেরোচ্ছে দাদা একটু কথা শুনবে। না শুনলে বলবে মেয়র বেরিয়ে গেল। আর শুনতে গেলে সেই ছবি দিয়ে ব্যবসা করবে। বিজেপির ছবি নেই! সেই ছবিগুলি কোথায়? মনে রাখবেন চক্রান্ত করলে ধরা পড়ে যায়। আশা করি বিজেপির অনেকের সঙ্গে ছবি আছে। বা অন্যান্য পার্টিরও। সেগুলি আগামী দিনে বেরোবে দেখতে পাবেন। কাজেই অন্যায় যে করে সে এ পার্টি হোক বি পার্টি হোক সি পার্টি হোক বা ডি পার্টি আমি কাউকে বরদাস্ত করিনি। বরদাস্ত করছি না। আগামী দিনেও করব না।' 


টিকাকাণ্ডে এসেছে স্বাস্থ্যমন্ত্রকের চিঠি। এনিয়ে মমতা (Mamata Banerjee) বলেন,'আমরা যেভাবে কাজ করি তেমনভাবে কেউ করে না। গুজরাটে বিজেপির পার্টি অফিস থেকে টিকা দেওয়া হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রীর ক'টা চিঠি গিয়েছিল। ক'টা তদন্ত করেছে। আর যে রাজ্যটা সবচেয়ে বেশি কাজ করে সেখানে এসে বড় বড় কথা। শুধু মিথ্যা কথা। শুধু জালিয়াতি।'


দেশের মধ্যে শুধু বাংলায় টিকাকরণে দুর্নীতি হয়েছে বলে গতকাল মমতাকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। মুখ্যমন্ত্রী জবাব দেন,'কলকাতায় ভুয়ো শিবির নিয়ে অনেক বড় বড় কথা বলছে। ক'টা  ভুয়ো ভিডিয়োর দায়িত্ব আপনারা নেন? যখন ভুয়ো হিংসা হয়, ক'টায় ব্যবস্থা নেন? শুধু বিজেপি পার্টির নেতার বিরুদ্ধে টুইট করলে ব্যবস্থা নেন। আজও তো গঙ্গায় মৃতদেহ ভেসে এসেছে। কোথাও কুমির, মাছ খেয়ে নিচ্ছে। কোথাও অর্ধেক দেহ আসছে। গেট খুললে বুঝতে পারি। অফিসিয়ালি ৭টা দেহ পেয়েছি এখানে। আনঅফিসিয়ালি আরও আছে। তাঁদের মুখে বড় বড় কথা! আমাদের টিকা ঠিকমতো দেওয়া হচ্ছে না। অন্য রাজ্য সাড়ে তিন কোটি পেলে আমরা এক কোটি কেন পাব? বঞ্চনা করা হচ্ছে। দ্বিবেদী আজই চিঠি দাও।' 


আরও পড়ুন- আর যেতে হবে না মুম্বই, টাটা-রাজ্য মিলে বাংলায় ২ ক্যানসার হাসপাতাল,ঘোষণা Mamata-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)