নিজস্ব প্রতিবেদন: বাংলার মহিলাদের মন জয়ে চেষ্টার ত্রুটি রাখল না বিজেপি (BJP)। সংকল্পপত্রে (BJP Manifesto) মহিলাদের জন্য রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পড়াশুনোর সংকল্প নিয়েছে গেরুয়া শিবির।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহিলাদের জন্য বিজেপির সংকল্প (BJP Manifesto)-     


-রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ 


- প্রাথমিক থেকে স্নাতকোত্তর (কেজি থেকে পিজি) অবধি সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা 


- সমস্ত মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, যার মধ্যে ওপিডি ও উন্নত চিকিৎসা 


- সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে সকল পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত।


- মিশন আত্মনির্ভর মহিলা - মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলির জন্য ₹৫,০০০ কোটি বরাদ্দ। 


- বালিকা আলো - মেয়েদের অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা এবং ১৮ বছর বয়সে ₹২ লক্ষ প্রদান।


- বিধবা ভাতা  প্রতি মাসে ₹১,০০০ থেকে বাড়িয়ে ₹৩,০০০।


- রাজ্য পুলিশে ৯টি মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠন এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন। 


একুশের নির্বাচনের আগে মহিলাদের ভোট পেতে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান দিয়ে প্রচারের সুর বেঁধেছে তারা। ইশতাহারপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) মহিলাদের জন্য একাধিক সুযোগসুবিধার কথা তুলে ধরেছিলেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে ঘরের মেয়েরাই 'অভিভাবক' বলে মনে করিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এর পাশাপাশি মমতা-সহ তৃণমূল নেতানেত্রীরা অভিযোগ করে আসছে, বিজেপিশাসিত রাজ্যগুলিতে সুরক্ষিত নেই মহিলারা। পাল্টা এ রাজ্যের মহিলাদের উপরে অপরাধের পরিসংখ্যান তুলে ধরছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের সুযোগ-সুবিধার নিরিখে ইশতাহারে (BJP Manifesto) খানিকটা এগিয়ে গেল বিজেপি (BJP)।                        


আরও পড়ুন- West Bengal Election 2021: আমার মাথায় পা রাখছেন দিদি, বাংলার সংস্কৃতিকে কেন অপমান করছেন: Modi