নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন। সংকল্পপত্রে (BJP Manifesto) এমন প্রতিশ্রুতিই দিল বিজেপি (BJP)। এর পাশাপাশি রয়েছে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি, ওবিসি সংরক্ষণের তালিকায় মাহিষ্য, তিলিদের অন্তর্ভুক্তির আশ্বাস।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠাকুরনগরে গিয়ে অমিত শাহ (Amit Shah) বলে এসেছেন, করোনা পরিস্থিতির পরই সিএএ লাগু হবে। নির্দিষ্ট তারিখ না বলায় মতুয়াসমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এ দিন সংকল্পপত্রে তা প্রশমনের চেষ্টা করেছে বিজেপি। তারা জানিয়ে দিল,'প্রথম মন্ত্রিসভার বৈঠকে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) প্রয়োগ। মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ প্রকল্পের মাধ্যমে শরণার্থী পরিবারকে ৫ বছরের জন্য ডিবিটির মাধ্যমে ১০,০০০ টাকা এবং অন্যান্য প্রাথমিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। মতুয়া দলপতিদের মাসিক ৩,০০০ টাকা পেনশন।


অনগ্রসর শ্রেণির জন্য বিজেপির ঘোষণা, 'কোনও দুর্নীতি বা বৈষম্য ছাড়াই এসসি / এসটি শংসাপত্র প্রদান। সমস্ত এসটি ব্লকে মনরেগা প্রকল্পের আওতায় ২০০ দিনের কর্মসংস্থান। ঝাড়গ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মু উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। উপজাতি অধ্যুষিত জেলাগুলির প্রতিটি ব্লকে একটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। পৌন্ড্রক্ষত্রিয় উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা। মাহিষ্য, তিলি এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়গুলিকে ওবিসি সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত।'


একনজরে বিজেপির সংকল্পপত্রে (BJP Manifesto) ঘোষণা 


প্রথম মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন লাগু।


শিক্ষক কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা।


পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়বে যথাক্রমে প্রাথমিকে মাসে ১৫,০০০ এবং উচ্চমাধ্যমিকে মাসে ২০,০০০ টাকা।


স্যার আশুতোষ মুখার্জির নামে ১০০০ কোটি তহবিল স্থাপনের মধ্য দিয়ে বিচার ব্যবস্থার পরিকাঠামোর উন্নতি।


অসংগঠিত শ্রমিক কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা।


তাঁত কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা।


অসংগঠিত শ্রমিকদের প্রতি মাসে `৩,০০০ পেনশন।


রক্ষণাবেক্ষণের জন্য অটো ও ট্যাক্সি ড্রাইভারদের প্রতি বছর `৩,০০০ ও `৫,০০০ প্রদান।


প্রবীণ নাগরিকদের বর্তমান `১,০০০ পেনশন বাড়িয়ে মাসে `৩,০০০ করা হবে।


বৃদ্ধাশ্রম গুলির অত্যাধুনিকরণের জন্য `৪০০ কোটি তহবিল স্থাপন।


তীর্থ মিত্র যোজনার মাধ্যমে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ভ্রমণ এবং অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা।


বিশেষভাবে শারীরিক সক্ষমদের জন্য বর্তমান `১,০০০ পেনশন কে বাড়িয়ে ৩,০০০ করা হবে।


পার্শ্বশিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। ঝুলে রয়েছে সরকারি কর্মচারীদের দাবিও। লোকসভা ভোটে ব্যালটে এগিয়ে ছিল বিজেপি। বিধানসভা ভোটের আগে রাজ্যে সরকার কর্মীদের দাবিপূরণের আশ্বাস দিল বিজেপি। 


আরও পড়ুন- BJP Manifesto: অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকায় খাবার, রেশনে সস্তায় ডাল-নুন-চিনি