নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে এলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন বাংলাদেশি অভিনেতাদের তৃণমূলের হয়ে প্রচারের পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীভিত্তিক ছবি নিয়েও কমিশনকে নালিশ জানান তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমিশনের আধিকারিকের সঙ্গে সাক্ষাত্ সেরে বেরিয়ে জয়প্রকাশ সাংবাদিকদের বলেন, 'বাংলা ধারাবাহিকের অভিনেতা গাজি নুরকে মদন মিত্রের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে। দেশের আইন ভেঙে দেশদ্রোহিতার সমান অপরাধ করেছে তৃণমূল। আমরা সৌগত রায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছে বিজেপি।'


 



জয়প্রকাশ জানান, ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি সিনেমা 'বাঘিনী'-র মুক্তি নিয়েও কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি। ছবি মুক্তির আগে বিষয়টি খতিয়ে দেখা উচিত কমিশনের। 


তৃণমূল বিধায়ক রত্তা ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়েও মুখ খোলেন জয়প্রকাশ। বলেন, 'রত্না ঘোষদের মতো নেতাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই আজেবাজে কথা বলছেন।'


বেআইনি লেনদেনে জড়িত সিবিআই প্রাক্তন ডিরেক্টরের পরিবার! হলফনামায় বিস্ফোরক রাজীব কুমার


বলে রাখি, মঙ্গলবার রাতে প্রকাশ্যে আসা এক ভিডিয়োয় দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দলীয় কর্মীদের উসকানি দিচ্ছেন তৃণমূল বিধায়ক রত্না ঘোষ। দলের মহিলা কর্মীদের তিনি বলেন, 'ভোটগ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখলেই ঝাঁটা নিয়ে তাড়া করবেন।'