নিজস্ব প্রতিবেদন: বাইক বাহিনী নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কালিন্দীতে চায়ে পে চর্চা অনুষ্ঠানে এনিয়ে সরব হন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নামবে তাপমাত্রা, আগামী তিন দিন মিলতে পারে শীতের আমেজ


মঙ্গলবার লেকটাউনের কালিন্দী চত্বরে তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলা চালায় বাইক আরোহী দুষ্কৃতিরা। তৃণণূলের অভিযোগ ওই বাইক বাহিনী বিজেপির। ওই হামলার পর এলাকা দাপিয়ে বেড়ায় তৃণমূলের বাইক বাহিনী। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়ালে পাল্টা বাইক বাহিনী নামাবে বিজেপিও।



আরও পড়ুন-কাশ্মীরে তো মুফতি-মোদী জোট করেছিলেন, নৈতিকতার প্রশ্নে পাল্টা উদ্ধবের


লেকটাউন ও সংলগ্ন এলাকায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি সভাপতি। তিনি বলেন, তিন বছর ধরে ডেঙ্গু চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। ডেঙ্গুকে অজানা জ্বর বলে চালানোর চেষ্টা করছে সরকার। এনিয়ে রাজ্য সরকারকে তলব করেছে হাইকোর্ট।


দিলীপ ঘোষের  বক্তব্যের পাল্টা দিলেন তৃণমূল কাউন্সিলর সমীর চ্যাটার্জি। তিনি বলেন, দিলীপ বাবুরা ভাবছেন বড় বড় কথা বলে ওরা অনেক কিছু লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবের যে বিরাট ফারাক তা দিলীপ বাবুরা বুঝতে পারছে না।  পশ্চিমবঙ্গে একটা শান্ত পরিবেশ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে রাজ্য। বাইক বাহিনী নিয়ে তাঁর দাবি, তৃণমূলের কোনও বাইক বাহিনী নেই। বিজেপি বাইকে পতাকা লাগিয়ে চিৎকার করতে করতে যায়।