নামবে তাপমাত্রা, আগামী তিন দিন মিলতে পারে শীতের আমেজ

দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা না থাকলেও সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Updated By: Nov 13, 2019, 08:05 AM IST
নামবে তাপমাত্রা, আগামী তিন দিন মিলতে পারে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদন: বুলবুল বিদায় নেওয়ার পর এবার শীতের পরশ লাগতে পারে রাজ্যে। বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। এই তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন-বাংলা মিডিয়ামে পড়ে মানুষ হওয়া যায় না, দাবি করলেন দিলীপ ঘোষ   

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে। তার হাত ধরেই আগামী তিনদিন কিছুটা শীতের আমেজ পেতে পারে রাজ্য। পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে কলকাতায়।

এখন রাতের তাপমাত্রা কমলেও শীত আসতে কিছুটা দেরি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুলবলের প্রভাবে বাতাসে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প। তার প্রভাবে সকালের দিকে কুয়াশা থাকবে।

আরও পড়ুন-Exclusive ছবি: ফের বাবা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছেলের নাম কী রাখলেন? 

এদিকে, দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা না থাকলেও সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

.