নিজস্ব প্রতিবেদন : হাইকোর্টের বার অ্যসোসিয়েশনের নির্বাচনে বিশাল জয় বিজেপির। সভাপতি, সম্পাদক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে জয় লাভ বিজেপি সমর্থিত প্যানেলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বার অ্যসোসিয়েশনের ১৫টি আসনের মধ্যে ৮টি বিজেপির দখলে। প্রতিটিই বেশ গুরুত্বপূর্ণ আসন। ১৫৯২ ভোট পেয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন বিজেপির অশোককুমার ঢনঢনিয়া। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী স্বপনকুমার দত্ত পেয়েছেন ৪৫৫টি ভোট। বিজেপি প্রার্থী অজয় চৌবে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ৯৩৩টি ভোট পেয়ে সম্পাদকের পদে জয়ী হয়েছেন বিজেপির ধীরজ ত্রিবেদী। সহকারী সম্পাদকের পদে জয়ী বিজেপির অপর্ণা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল। অপর্ণা বন্দ্যোপাধ্যায় ৯৪৮টি ভোট পেয়েছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল পেয়েছেন ৯১৩টি ভোট। এবারের কমিটির ৩ জন সদস্যই বিজেপি-এর।


আরও পড়ুন : ‘চোখ দেখালে চোখ গেলে নেওয়ার ক্ষমতা আছে’ হুঁশিয়ারি বিজেপি নেতা সায়ন্তনের


অন্যদিকে গত বারের জয়ী তৃণমূলের দখলে মাত্র একটি গুরুত্বপূর্ণ আসন। কেবলমাত্র তৃণমূল প্রার্থী দ্বারিকানাথ মুখোপাধ্যায় কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন। দৃশ্যতই, হাইকোর্টের আইনজীবী সংগঠনের রাজনৈতিক দখল গেরুয়া শিবিরের হাতে।