নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশে প্রায় দু'মাস পর দ্বিতীয়বারের জন্য মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ ময়নাতদন্ত হবে। আলিপুরের সেনা হাসপাতালে মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত হবে। আগামিকাল সকাল পৌনে ১০টা নাগাদ অভিজিৎ সরকারের দেহটি ময়না তদন্তের জন্য আলিপুর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পরই কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। প্রথম থেকেই তাঁর পরিবারের অভিযোগ ছিল, এটি রাজনৈতিক খুন। অভিজিৎ বিজেপি-র ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন। বিজেপি অভিযোগ করে, তৃণমূলের মদতেই তাঁদের কর্মী অভিজিৎকে খুন করেছে দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করে, গলায় তার পেঁচিয়ে মেরে ফেলা হয়েছে অভিজিৎকে। এরপরই অভিজিতের খুনের অভিযোগে তাঁর দাদা হাইকোর্টে একটি পিটিশনও দায়ের করেন।


আরও পড়ুন: সেই এপ্রিলে ফিরল রাজ্যের দৈনিক COVID সংক্রমণ, ২৪ ঘণ্টায় ৫-র কম মৃত্যু কলকাতায়


আরও পড়ুন: কোভিডকালে অভিযান করবেন না, চিঠি পুলিসের; কোথায় অতিমারি আইন? প্রশ্ন Dilip-র


সম্প্রতি ভোট পরবর্তী অশান্তি মামলায় রাজ্য সরকারকে মৃত বিজেপি কর্মী অভিজিতের দেহ দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। যা এক প্রকার নজিরবিহীন। একই সঙ্গে এই মামলায় পুলিসকে সমস্ত অভিযোগ জমা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া বলা হয়েছে, আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কারও রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকলে, তাঁদের রেশনেরও ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। একই সঙ্গে যাদবপুরে গিয়ে আক্রান্ত হওয়ার যে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। সেই ঘটনায় এক পুলিস কর্তাকেও শোকজ করেছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।