নিজস্ব প্রতিবেদন: কড়েয়া থানার (Koreya PS) অন্তর্গত আহিরিপুকুর এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ (Kolkata Blast)। বৃহস্পতিবার সকাল ৬.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, পাঁচ তলা ওই বাড়িটির এক তলায় থাকতেন আনন্দ দাস, তাঁর স্ত্রী কিরণ দাস, তাঁর ন'বছরের সন্তান এবং ১৬ বছরের ভাইজি। ভোরে বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। দেখতে পান ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেন ঠিকানার বাড়ির দেওয়ার ভেঙে পড়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় একজন মাটিতে পড়ে রয়েছেন। বাকিরা দেওয়াল চাপা পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: Narendrapur: প্রতারণার শিকার টলি অভিনেত্রী, পাশে দাঁড়ালেন পায়েল সরকার, ধৃত ১


আরও পড়ুন: Narada Scam: অধ্যক্ষের তলবে গরহাজির, বিধানসভায় চিঠি দিয়ে গেলেন CBI ও ED-র আধিকারিকরা


ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিস (Kolkata Police), গোয়েন্দারা (DD) এবং CESC কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিভাগে। সূত্রের খবর, ঘরের ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার এবং বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার তেমন কোনও ক্ষতি হয়নি। তবে কী ভাবে বিস্ফোরণ? তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কে স্থানীয়রা।