নিজস্ব প্রতিবেদন :  বস্তি দখলকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল কসবার ১৬ নম্বর বস্তিতে। চলে বোমাবাজি, ক্লাব ভাঙচুর। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরকে ঘিরে চলে বিক্ষোভ। বস্তিবাসীদের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে ভাঙচুর চালায়। অভিযোগ, পুলিসকে জানিয়েও কোনও কাজ হয়নি। অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছে। ভাঙা হয়েছে ঘর বাড়িও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রও পড়ুন- কর্পোরেট অফিসের নিয়ম এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য


বস্তির পাশেই রয়েছে কয়েকটি ফ্ল্যাট। ঘটনায় ফ্ল্যাটের বাসিন্দারাও আতঙ্কিত। মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়। কাউন্সিলর বীরেনলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, " আমি উচ্ছেদের বিপক্ষে। পুলিসকে বলেছি ব্যবস্থা নিতে। ওরা কয়েকটা নাম বলেছে। সেটাও পুলিস দেখছে।"


আরও পড়ুন - রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ! সরানো হল স্বাস্থ্য সচিব সঙ্ঘমিত্রা ঘোষকে, দায়িত্বে বিবেক কুমার