রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ! সরানো হল স্বাস্থ্য সচিব সঙ্ঘমিত্রা ঘোষকে, দায়িত্বে বিবেক কুমার
স্বাস্থ্য সচিব সংঘমিত্রা ঘোষ তার পুরনো দফতর নারী ও শিশু কল্যাণ দফতরে ফিরে গেলেন।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য সচিবের ভূমিকায় অসন্তুষ্ট নবান্নের একাংশ। সরানো হল সঙ্ঘমিত্রা ঘোষকে। দায়িত্ব দেওয়া হল বিবেক কুমারকে।
রাজ্যজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রত্যেক জেলা থেকে মৃত্যুর খবর আসছে গত দু'বছর ধরে চরিত্র বদলেছে ডেঙ্গু। স্বাস্থ্য সচিবকে আগাম সর্তকতা নিতে বলা হয়েছিল। কিন্তু এ ব্যাপারে স্বাস্থ্য সচিব দায়িত্ব পালন করতে পারেননি বলেই মনে করছেন নবান্নে এর একাংশ। মূলত ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই সরতে হল স্বাস্থ্য সচিব সঙ্ঘমিত্রা ঘোষকে। এমনটাই মনে করছেন নবান্নের একাংশ। সেই কারণেই তাকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন - জালিয়াতি রুখতে বাইক পেট্রোলিংয়ের মাধ্যমে কলকাতা জুড়ে এটিএমে নজরদারি চালাবে পুলিস
তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব বিবেক কুমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য সচিব এর দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য সচিব সংঘমিত্রা ঘোষ তার পুরনো দফতর নারী ও শিশু কল্যাণ দফতরে ফিরে গেলেন। বিনোদ কুমার হলেন নতুন সংখ্যালঘু ও মাদ্রাসা দফতরের সচিব। এদিকে আগামিকালই বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনা। বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী।