নিজস্ব প্রতিবেদন: বিধানসভায় বিরোধিদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানালেন কবে হবে SSC-র নিয়োগ। আশ্বাস দিলেন আইনি জটিলতা কাটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন আগামি দুই মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে SSC তে প্রায় ১৫ হাজার নিয়োগ করবে রাজ্য সরকার। 


আরও পড়ুন: BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাস


ব্রাত্য বসু জানান, আদালতের নির্দেশ মেনেই সরকার কাজ করছে। আদালত আরও তিন মাস সময় দিয়েছে সরকারকে। SSC-র সঙ্গে সরকারের ছয় জন অফিসার বসে রোজ অভিযোগ শুনছেন এবং তার নিষ্পত্তি করছেন। এরপরে এই তালিকা আদলতকে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 


আরও পড়ুন: Municipal Election: অনিশ্চিত ১৯ ডিসেম্বরের পুরভোট, 'এখনই বিজ্ঞপ্তি নয়', হাইকোর্টে জানাল কমিশন 


রাজ্যে নানা জটিলতায় জড়িয়ে আটকে রয়েছে SSC এবং TET-এর নিয়োগ। বিভিন্ন ক্ষেত্রে বেনিয়ম এবং অস্বচ্ছতার অভিযোগ রয়েছে কমিশনের বিরুদ্ধে। এই নিয়ে বিভিন্ন মামলাও হয়েছে আদালতে। এক সময়ে নিয়োগে স্থগিতাদেশও দেয় কলকাতা হাই কোর্ট। কোর্টের ভরতসনার মুখে পরে কমিশন।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)