নিজস্ব প্রতিবেদন: এক বুদ্ধদেবের প্রয়াণে শোকপ্রকাশ আর এক বুদ্ধদেবের। কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর মৃত্যুতে 'পাঠকরা ক্ষতিগ্রস্ত হলেন' বলে উল্লেখ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব 'বেঁচে থাকবেন তাঁর কালজয়ী সৃষ্টির মধ্যেই' বললেন সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুদ্ধদেব গুহর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। সাহিত্যপ্রেমী এবং নিজেও সাহিত্য রচয়িতা বুদ্ধদেব বলেন, 'আমাদের একজন ভালোবাসার মানুষ চলে গেলেন। অনেকদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে ওঁর পরিচয়, যাওয়া-আসা, কথাবার্তা। আধুনিক বাংলা কথাসাহিত্যে উনি একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন। ওঁর সমস্ত লেখার ভাবনার কেন্দ্রে রেখেছিলেন প্রকৃতিকে। এ রাজ্যের জঙ্গল এলাকা, গাছপালা, ফুল-ফল-- এইসব ওঁর লেখায় গভীরভাবে চিত্রিত। শেষের দিকে অসুস্থ অবস্থায় আর লিখতে পারছিলেন না। তার পরে নিজের মতো চলে গেলেন। আমরা পরিচিতজনেরা, ওঁর পাঠকরা ক্ষতিগ্রস্ত হলাম।' 


আরও পড়ুন: Buddhadeb Guha: নব্য বাংলা সাহিত্যের অদ্বিতীয় 'অরণ্যপুরুষ' বুদ্ধদেব


অন্য দিকে, বুদ্ধদেব গুহর আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। তিনি বলেন, 'বাংলা ভাষার প্রখ্যাত কথাকার তথা সাংস্কৃতিক ক্ষেত্রের বহুমুখী প্রতিভার অধিকারী বুদ্ধদেব গুহর প্রয়াণে আমরা শোকাহত। তিনি বেঁচে থাকবেন তাঁর কালজয়ী সৃষ্টির মধ্যেই।'


বুদ্ধদেব গুহর (Buddhadeb Guha) মৃত্যুতে বাংলার সাহিত্যজগতে শোকের ছায়া নেমে এসেছে। লেখক দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। হয়েছিল করোনা সংক্রমণও। তাঁর মৃত্যুতে বাংলার সাংস্কৃতিক জগৎ শোকার্ত; শোকার্ত রাজনৈতিক মহলও। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: BJP-র ইস্তাহার তৈরি করতেন লালাদা! Tathagata-র বুদ্ধদেব-স্মৃতিচারণায় প্রশ্ন