নিজস্ব প্রতিবেদন: শুষ্ক কাশি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)। বৃহস্পতিবারই তাঁর অক্সিজেনের মাত্রা বাড়িয়ে করা হয়েছে ৪ লিটার। বাইপাপে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর রক্তচাপ স্থিতিশীল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিড সংক্রামিত হওয়ার পর ঘরেই থাকছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। গত ২৫ মে অবস্থার অবনতি হওয়ার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। গতকাল পর্যন্ত তাঁর অক্সিজেন লাগছিল ৩ লিটার। আজ তা বাড়িয়ে ৪ লিটার করা হয়েছে। 


খাবার খাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। সচেতন আছেন। কথাও বলছেন। তবে শুকনো কাশির উপসর্গ দেখা দিয়েছে তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে রেমডিভির। তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছেন চিকিৎসকরা। 


আরও পড়ুন- নমুনা পরীক্ষা কমতেই এক ধাক্কায় নামল দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণ হার উর্ধ্বমুখীই