নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরেই নেই কাজ। লকডাউন আংশিক উঠলেও পরিস্থিতি এমন যে রোজগারের আশা নেই। ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিক ও সরকারের মধ্যে দ্বন্দ্ব অব্যাহাত। এই পরিস্থিতিতে বেতন কবে পাবেন, তারও আশা নেই। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন এক বাসচালক। বুধবার সকালে ২২১ নম্বর রুটের এক বাস চালক আত্মঘাতী হন। মৃতের নাম বিশ্বজিত্ বড়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিশ্বজিত্ দমদম পার্কের বাসিন্দা। তিনি ২২১ নম্বর রুটের বাস চালান। পরিবার সূত্রে জানা গিয়েছে, লকডাউনের সময় থেকেই তিনি বেতন পাচ্ছিলেন না। এই কয়েকদিন অত্যন্ত কষ্ট করে সংসার চালিয়েছিলেন। কিন্তু এখন গচ্ছিত অর্থও শেষ হয়ে গিয়েছিল। একবেলা খাবার জোগাড় করার মতও অর্থ ছিল না তাঁর।

আরও পড়ুন: বাড়ির ফ্রিজে দু'দিন ধরে পড়ে রইল করোনা আক্রান্ত রোগীর দেহ, শরীরে ধরল পচন!


বেশ কয়েকদিন ধরেই  মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতেও সেকথা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। বুধবার ভোরে বাড়ির সকলে যখন ঘুমোচ্ছিলেন, তখন তিনি আত্মঘাতী হন। প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতায় প্রায় একই কারণে এক ট্যাক্সি চালক আত্মঘাতী হন।