নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর নিয়ে 'ব্যক্তিগত' অবস্থান বদল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি জানান, হাইকম্যান্ডের কাছে জোট প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠানো হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বিধানসভা নির্বাচনের বামেদের সঙ্গে সমঝোতায় ভবানীপুর আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস (Congress)। সেই হিসেবে উপভোটেও তাদের প্রার্থী দেওয়ার কথা। তবে অধীর চৌধুরী (Adhir Chowdhury) ব্যক্তিগতভাবে প্রার্থী দিতে চাননি। তাহলে মতবদল কেন? সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,'ওটা আমার ব্যক্তিগত মত ছিল। কিন্তু দলের সকলের মতামত নিতে হয়। প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে। এই মর্মে প্রস্তাব পাঠানো হবে এআইসিসি-তে।' 


ভবানীপুরে জোটের শরিক হিসেবেই কংগ্রেস প্রার্থী দিতে চায় বলেও স্পষ্ট করে দিয়েছেন অধীর (Adhir Chowdhury)। তাঁর কথায়,'বামেদের সঙ্গে জোটে লড়েছিলাম। ভবানীপুরেও জোট লড়াই করতে প্রস্তুত। সমস্ত বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছি। দিল্লি যে সিদ্ধান্ত নেবে, তা মান্যতা দিয়ে উপনির্বাচনে অংশ নেব।'  


আরও পড়ুন- Suvendu-র বিরুদ্ধে তিন মামলায় স্থগিতাদেশ, বাকি দু'টিতে কড়া ব্যবস্থা নয়: হাইকোর্ট


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)