নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে মমতার বিরুদ্ধে 'ওজনদার প্রার্থী' নিয়ে জল্পনা চলছিল বিজেপির অন্দরে। শেষপর্যন্ত নবীন মুখ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের উপরে বাজি রেখেছে নেতৃত্ব। প্রিয়াঙ্কাকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা। শনিবার তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) কটাক্ষ করেন, বিজেপির অভিজ্ঞ নেতারা দাঁড়াতে ভয় পাচ্ছেন অন্যকে জেতাবেন কীভাবে? দিলীপের (Dilip Ghosh) পাল্টা, 'আদালতের পর ভোটেও হারাব।'           


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভবানীপুরে মমতা বিপুল ব্যবধানে জিতবেন বলে দাবি করে এ দিন সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Roy) বলেন,'বিজেপির কোনও অভিজ্ঞ নেতা দাঁড়াতে চাইছেন না। ভবানীপুরে কারও দাঁড়ানোর সাহস নেই। নিজেরাই দাঁড়াতে ভয় পাচ্ছেন অন্যকে জেতাবেন কীভাবে?' 


তার পাল্টা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য,'লড়বেন কর্মীরা। সঙ্গে আছে দল। তৃণমূল মন্ত্রিসভাকে নামিয়েছে। বিজেপিরও বিধায়ক-সাংসদরা রয়েছেন।' নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তাঁর খোঁচা,'নন্দীগ্রামে নির্বাচনের সময় মমতা কত ভোটে জিতবেন বলে দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়, সেই ভিডিয়োগুলি দেখুন।' ভবানীপুরে মমতাকে হারানোর দাবিও করেন দিলীপ (Dilip Ghosh)। তাঁর কথায়,'বড় নেতা ছেড়ে দিন। টিবরেওয়ালকে সামলান। আপনাদের আদালতে হারিয়েছিলেন, ভোটেও হারাবে।'  


আরও পড়ুন- By-Poll: কারও সুবিধা-অসুবিধা থাকলে...'তারকা প্রচারক' Babul-কে বার্তা Dilip-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)