By-Poll: কারও সুবিধা-অসুবিধা থাকলে...'তারকা প্রচারক' Babul-কে বার্তা Dilip-র
সাংসদ থাকলেও রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন বাবুল (Babul Supriyo)।
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর উপভোটে 'তারকা প্রচারক'-র তালিকায় নাম রয়েছে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। তবে প্রচারে যাবেন না বলে শুক্রবারই Zee ২৪ ঘণ্টার 'আপনার রায়' অনুষ্ঠানে স্পষ্ট করে দিয়েছেন আসানসোলের সাংসদ। গতকালই সাংবাদিক দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন,'উনি সক্রিয় রাজনীতিতে আছেন।' বাবুলের প্রতিক্রিয়ার পর শনিবার তাঁর বার্তা,'কারও সুবিধা-অসুবিধা থাকলে দলের সঙ্গে কথা বলতে পারেন।'
এ দিন বাবুল-প্রসঙ্গে দিলীপ (Dilip Ghosh) বলেন,'দলের নির্বাচন কমিটি যাঁদের ঠিক মনে করেছে, তাঁদের নাম রেখেছে। অনেকে হয়তো আসতে পারবেন না। ২০ জনের নাম চাওয়া হয়েছিল। তারকা প্রচারকের প্রচারের খরচ দেয় দল। প্রার্থী দেন না। এটা নির্বাচনী ব্যবস্থা। ২০ জনের সকলেই প্রচার করবেন এমন কোনও কথা নেই। কারও সুবিধা-অসুবিধা থাকতেই পারে। তিনি দলের সঙ্গে কথা বলবেন।'
সাংসদ থাকলেও রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন বাবুল (Babul Supriyo)। গত ২ অগাস্ট ওই ঘোষণার পর তাঁকে দেখা যায়নি দলের কর্মসূচিতে। কিন্তু ভবানীপুর উপনির্বাচনে 'তারকা প্রচারক'-র তালিকায় বাবুলের নামে থাকায় শুরু হয় জল্পনা। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন,'উনি সক্রিয় রাজনীতিতে আছেন। একজন সাংসদ তো আর অরাজনৈতিক হতে পারেন না। বিশেষ পরিস্থিতিতে অনেক কথা বলেছেন। মনখারাপ হয়েছিল। উনি আমাদের নেতা।' যদিও আগের অবস্থানেই অনড় বাবুল। তিনি জানিয়ে দিয়েছেন,'রাজনৈতিক সন্ন্যাস থেকে সরে আসার প্রশ্ন নেই। দল আমাকে তারকা প্রচারকের তালিকায় রেখেছে সেজন্য বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি। পরিষ্কার করে বলেছিলাম, রাজনৈতিক মঞ্চে দেখা যাবে না।'
আরও পড়ুন- By-Poll: যৌনপল্লি-সংখ্যালঘু পাড়ায় প্রচারে জোর, ভোট বাড়াতে রণনীতি BJP-র