C V Ananda Bose: `উপাচার্যদের কেউ ছাত্রীদের হেনস্থা করেছে!` ভিডিয়ো বার্তায় বিস্ফোরক রাজ্যপাল
রাজ্যপাল ভিডিয়ো বার্তায় আরও বলেছেন যে, `ক্যাম্পাস ইন্টালেকচুয়াল ভায়োলেন্সের শিকার। বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে শিক্ষা মাফিয়া চক্র গড়ে উঠেছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কখনও দুর্নীতির আখড়া হতে পারে না।`
অর্ণবাংশু নিয়োগী: 'উপাচার্যদের কেউ কেউ ছাত্রীদের হেনস্থা করেছে। কেউ দুর্নীতিতে জড়িত। কেউ রাজনীতির খেলা খেলছিল।' ভিডিয়ো বার্তায় উপাচার্যদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সরকার মনোনীত উপাচার্যদের নিয়ে বিস্ফোরক রাজ্যপাল। তিনি আরও বলেন,'বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত পরিবেশ চাই। সুপ্রিমকোর্ট রাজ্যের উপাচার্য নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ বলেছে। তারপর-ই আমি আচার্য হিসেবে উপাচার্য নিয়োগ করেছি। কারণ, উপাচার্যদের কেউ ছাত্রীদের হেনস্থা করছিল। কেউ দুর্নীতিতে জড়িয়ে। কেউ আবার রাজনীতির খেলা করছিল।' রাজ্যপালের এই ভিডিয়ো বার্তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সব মহলে।
রাজ্যপাল ভিডিয়ো বার্তায় আরও বলেছেন যে, 'ক্যাম্পাস ইন্টালেকচুয়াল ভায়োলেন্সের শিকার। বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে শিক্ষা মাফিয়া চক্র গড়ে উঠেছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কখনও দুর্নীতির আখড়া হতে পারে না।' সব মিলিয়ে উপাচার্য নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র। তিনি আরও দাবি করেছেন যে, 'আমি কাউকে পদত্যাগ করতে বলিনি। যে ৫ জন উপাচার্য পদত্যাগ করেছেন, তাঁরা বলেছিলেন, তাঁদের গুন্ডারা হুমকি দিচ্ছে। সিনিয়র আইএএস অফিসাররা তাঁদের চাপ দিচ্ছেন। খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁদের।'
রাজ্যপালের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ ড. শান্তনু সেন বলেন, 'তিনি আদ্যোপান্ত বাংলা বিরোধী রাজ্যপাল। পদ্মপালে পরিণত হয়েছে। তিনি যা বললেন, সেই অভিযোগ প্রমাণ করতে পারবেন তো? না পারলে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।'