অর্নবাংশু নিয়োগী: দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় এবার কলকাতা হাইকোর্টে কিছুটা বিপাকে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে ওই হামলার ঘটনার রিপোর্ট তলব করল কলকাতা হাইকার্টে। আগামী দুদিনের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে। ওই দিনই পেশ করতে হবে কেস ডাইরি। সম্প্রতি রাজ্যপাল এনিয়ে উদ্বেগ প্রকাশের পর এবার আদালতেও চাপে পড়ে গেল রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লম্বা চুল-দাড়ি এখন অতীত; ব্রিটেনে নতুন লুক-এ রাহুল গান্ধী, দেখুন...


নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। তবে সেইসব লোকজন সবাই তাদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি। আজ ওই বিষয়টি আদালতে তুলে ধরেন কেন্দ্রের আইনজীবী। খোদ স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে অথচ নীরব পুলিস। কী করছিলেন ডিএম-এসপি। সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন। এমনই সওয়াল করলেন কেন্দ্রের আইনজীবী। আদালত নির্দেশ দিলে তারা ওই হামলার ঘটনার প্রাথমিক তদন্ত করতে প্রস্তুত। আদালতে এমনটাও জানিয়েছে সিবিআই।


এদিকে,মামলা এখনও হস্তান্তর হয়নি। তার আগেই কীভাবে সিবিআই বলে যে তারা মামলার তদন্ত করতে চায়? এমনই প্রশ্ন তুলে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি।  তিনি আরও বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের বক্তব্য শুনতে হবে। শুক্রবার তারা রিপোর্ট নিয়ে আসুক।


অন্যদিকে, রাজ্যের বক্তব্য, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। মামলার নথিতে উদয়ন গুহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।। তাদের মামলায় যুক্ত করা হয়নি। রাজ্য তাদের হয়ে বলতে পারে না। দুদিন সময় দেওয়া হোক। পুলিস তদন্ত করছে। হলফনামা দিতে চাই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)