Post Poll Violence Case Against Anubrata: `ভোট পরবর্তী অশান্তি` মামলায় হাইকোর্টে স্বস্তি অনুব্রতর, তারাপীঠে মহাযজ্ঞ `কেষ্ট`র
অনুগামীদের মধ্যেও খুশির হাওয়া।
নিজস্ব প্রতিবেদন: 'ভোট পরবর্তী অশান্তি' মামলায় স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata mandal)। 'আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ নেওয়া যাবে না' নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High court)। আদালতের রায়ে খুশি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি। প্রিয় 'কেষ্টদা'-র জন্য অনুগামীদের মধ্যেও খুশির হাওয়া। বৃহস্পতিবার সকালে তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞতেও অংশগ্রহণ করেন অনুব্রত মণ্ডল (Anubrata mandal)।
আদালতের নির্দেশে খুশি অনুব্রত মণ্ডল (Anubrata mandal)। আদালতকে 'স্যালুট' জানান তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানায়, সিবিআই তদন্ত চলবে। তদন্তকারীদের সাহায্য করতে হবে অনুব্রত মণ্ডলকে। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে দুর্গাপুরে হাজিরার কথা থাকলেও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি হাজির হননি। যেহেতু সেই নোটিস প্রত্যাহার করা হয়নি। তাই সিবিআই নতুন করে সময়সীমা দিয়ে তাঁকে ডাকতে পারেন। তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata mandal)। চার সপ্তাহের মধ্যে সিবিআই একটা হলফনামা দেবে। এক সপ্তাহ পর পাল্টা হলফনামা দেবে মামলাকারী। তারপর মামলাটি লিস্টেড হবে। ততদিন পর্যন্ত তৃণমূল নেতার রক্ষাকবজ বজায় থাকবে।
এদিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন তাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "গত ২৭ জানুয়ারি একটা নোটিস দেওয়া হয়। অনুব্রত মণ্ডল কিডনি-সহ নানান সমস্যায় ভুগছেন। COPD-র রোগী। তাই 8 সপ্তাহ সময় চাওয়া হয়। ৩১ জানুয়ারি ফের নোটিস পাঠানো হয়। দুর্গাপুর ডেকে পাঠানো হয়। বাড়ি থেকে প্রায় ৫৪ কিলোমিটার দূরে। সিবিআইকে বোলপুরের যেকোনও জায়গায় আসতে বলা হয়েছিল।"
পাল্টা ASG বলেন, "অভিযুক্ত নয় অনুব্রত মণ্ডলকে সাক্ষী হিসেবে নোটিস পাঠানো হয়। ডাকা মানেই তো গ্রেফতারি নয়। তাঁর আবেদনের যৌক্তিকতা কী? উনি প্রথমে বলেছিলেন ৮ সপ্তাহ পর যেতে পারি। পরে বলছেন রক্ষাকবচ দিলে যেতে পারি। এটা কেমন আচরণ? CoPD থাকলেও দৈনন্দিন কাজ করা যায়। "
আরও পড়ুন: Municipal Election 2022: ২৭ ফেব্রুয়ারি পুরভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের, উল্লেখ নেই গণনার দিনের
আরও পড়ুন: Metro Rail: মেট্রোর লাইনে 'ফাটল'! অফিস টাইমে ভোগান্তি নিত্য যাত্রীদের