SSC: নিয়োগের পরীক্ষায় `ভুল প্রশ্ন`, চাকরি নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের
মামলার নিষ্পত্তি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চে।
নিজস্ব প্রতিবেদন: SSC পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। প্রার্থীকে স্রেফ প্রাপ্ত নম্বর দেওয়া নয়, চাকরি সুনিশ্চিত করার নির্দেশ দিল হাইকোর্ট। মামলার নিষ্পত্তি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চে।
ঘটনাটি ঠিক কী? ২০১৬ সালে SLT-র মাধ্য়মে নবম-দশম শ্রেণীতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল SSC। চূড়ান্ত ফল বেরনোর পর আবার উত্তরপত্রও প্রকাশ করা হয়েছিল। SSC-র প্রকাশিত উত্তরপত্রে দেখা যায়, দুটি প্রশ্নের উত্তর ভুল! শুধু তাই নয়,সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও সেরিনা পারভীন নামে এক পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। গত বছরে মার্চে হাইকোর্টের দ্বারস্থ হন সেরিনা।
আরও পড়ুন: TMC-র শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরলেন পার্থ, ক্ষোভপ্রকাশ মমতার
এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। আদালতে কেমিস্ট্রি একাধিক বই পেশ করেন মামলাকারীর আইনজীবী আশীষ কুমার চৌধুরী। তাতেই স্পষ্ট হয়, সেরিনা পারভীন যে উত্তরগুলি দিয়েছিলেন, সেগুলি সঠিক। এরপর বিষয়টি খতিয়ে দেথে যথাযথ পদক্ষেপে আশ্বাস দেন SSC-র আইনজীবী। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর মামলাকারীর পক্ষেই রায় দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আদালতের নির্দেশ, সেলিনা পারভীনের উত্তরপত্র মূল্যায়ণের পর যদি দেখা যায়, তাঁর উত্তর সঠিক, তাহলে প্রাপ্ত নম্বর দিতে হবে। এমনকী, সেই নম্বর যোগ করার পর যদি চাকরি পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে নিয়োগের বিষয়ে আইনানুগ পদক্ষেপ করতে হবে SSC-কে।