নারদ মামলা: অভিযুক্তদের ভয়েস স্যাম্পেল সংগ্রহ করল CBI
ওয়েব ডেস্ক: নারদ মামলায় অভিযুক্তদের ভয়েস স্যাম্পেল সংগ্রহ করল CBI। দূরদর্শন থেকে তাদের শপথ গ্রহণের সময় গলার স্বরের নমুনা নেওয়া হয়েছে। স্টিং ভিডিওর সঙ্গে বাস্তবে অভিযুক্তদের গলার স্বর মিলিয়ে নিতে চান গোয়েন্দারা। তাদের কয়েকজনকে ভয়েস স্যাম্পেল দিতেও বলা হয় । তবে সেক্ষেত্রে অভিযুক্তদের রাজি হওয়ার বিষয়টিও রয়েছে। প্রক্রিয়াটিতে সময়সপেক্ষও। সেইজন্যই দূরদর্শন থেকে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। এদের শপথ গ্রহণের ফুটেজ রয়েছে দূরদর্শনের কাছে। সেখান থেকেই তাদের কণ্ঠস্বরের নমুনা CBI-এর হাতে তুলে দিল দূরদর্শন। আরও পড়ুন- শিশুপাচার কাণ্ডে রূপা গাঙ্গুলি এবং কৈলাস বিজয়বর্গীয়কে নোটিস CID-র