শিশুপাচার কাণ্ডে রূপা গাঙ্গুলি এবং কৈলাস বিজয়বর্গীয়কে নোটিস CID-র
Updated By: Jul 20, 2017, 07:44 PM IST
ওয়েব ডেস্ক : জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে রূপা গাঙ্গুলি এবং কৈলাস বিজয়বর্গীয়কে নোটিস পাঠাল সিআইডি। আগামী ২৭ এবং ২৯ জুলাই দুই বিজেপি নেতাকে তলব করা হয়েছে। নোটিসে তাদের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে।
জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে গত মার্চ মাসে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী জুহি চৌধুরী এবং হোমের কর্ণধার চন্দনা চক্রবর্তীকে। সিআইডির দাবি, জুহি এবং চন্দনাকে জেরায় কৈলাস বিজয়বর্গীয় এবং রূপা গাঙ্গুলির নাম উঠে আসে। তদন্তে জানা যায়, দিল্লির নর্থ ব্লকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে গিয়ে হোমের তদ্বির করেন জুহি। জেরায় জুহি দাবি করে, এক বিজেপি সাংসদের সাহায্যেই নর্থ ব্লকে গিয়েছিলেন তিনি।