নিজস্ব প্রতিবেদন: চিটফান্ড তদন্তে বড়সড় পদক্ষেপ নিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI। বদলি করা হল চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত CBI-এর এসপি শান্তনু করকে। কলকাতা থেকে বেঙ্গালুরু থেকে বদলি করা হল তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, কলকাতার সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন শান্তনু কর। বহু চিটফান্ড সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে এবার তাঁকে বেঙ্গালুরুতে বদলি করে, তাঁর জায়গায় এক নতুন IPS অফিসারকে আনা হচ্ছে। দিল্লি থেকে ওই অফিসারকে কলকাতায় পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। 


আরও পড়ুন: মানবাধিকার কমিশনের রিপোর্টে আজ তথ্য ধরে ধরে জবাব দিতে চলেছে রাজ্য


আরও পড়ুন: মনুমেন্টাল ফেলিওর, উত্তরপ্রদেশকে দেশের সেরা বলছেন প্রধানমন্ত্রী, লজ্জা নেই: Mamata


সূত্রের খবর, প্রয়াগ, আইকোর, এমপিএস-এর মতো চিটফান্ড কাণ্ডগুলোর তদন্ত দ্রুত শেষ করতে চাইছে CBI। আর সেই জন্য এই রদবদল। ২০১৪ থেকে এই চিটফান্ড কাণ্ডগুলোর তদন্ত করছে সিবিআই।