মনুমেন্টাল ফেলিওর, উত্তরপ্রদেশকে দেশের সেরা বলছেন প্রধানমন্ত্রী, লজ্জা নেই: Mamata
কীভাবে দেশের সেরা হয় উত্তরপ্রদেশ? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার একুশের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, কীভাবে দেশের সেরা হয় উত্তরপ্রদেশ? তৃণমূল নেত্রী বলেন,'কোভিডের টিকা নেই। ওষুধ নেই। অক্সিজেন নেই। মরে গেলে গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেয়। আর প্রধানমন্ত্রী বলছেন, উত্তরপ্রদেশ দেশের সেরা রাজ্য। লজ্জা নেই! ওষুধ দেন না। টিকা দেন না। '
উত্তরপ্রদেশে কোভিড-মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে বলে এ দিন অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'মরার পর শেষকৃত্যও করতে দেন না। মৃতদেহ সম্মান জানাও না তোমরা। সমস্ত মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছো। কখনও বিহার তুলেছে, কখনও বাংলা তুলেছে। আমরা সসম্মানে শেষকৃত্য করেছি। এটা আমাদের কাজ? উত্তরপ্রদেশের কাজ ছিল। আপনারা করেননি। আর বড় বড় কথা বলছেন?'
কোভিড মোকাবিলায় মোদী সরকার ব্যর্থ বলে তোপ দাগেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'কোভিডে মনুমেন্টাল ফেলিওর। আপনাদের জন্য ৪ লক্ষ লোক মারা গিয়েছে। অক্সিজেন পর্যন্ত পায়নি। সঠিক সময়ে ব্যবস্থা নিলে দ্বিতীয় কোভিড নিয়ন্ত্রণ করা যেত। কোভিড মোকাবিলার পরিবর্তে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন। ধ্বংস করতে চেয়েছেন গণতন্ত্রকে। আপনারা কী ভেবেছিলেন? মানি পাওয়ার, মাসল পাওয়ারে জোর করে বাংলা দখল করবেন! বাংলার জনতা আপনাদের বুঝিয়ে দিয়েছে।'
উত্তরপ্রদেশের পাঠক্রম থেকে রবীন্দ্রনাথের 'ছুটি' বাদ দেওয়ায় যোগী সরকারের সমালোচনা করেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'যোগী তো এতবড় মন্ত্রী! জাতীয় সংগীত লিখেছেন রবীন্দ্রনাথ। সিলেবাস থেকে রবীন্দ্রনাথের নাম সরিয়ে দিয়েছে। কেউ কেউ জিজ্ঞেস করে বিজেপি কেমন পার্টি? আমি বলতে চাই হাইলোডেড ভাইরাস পার্টি। করোনার চেয়ে বড় বড় ভাইরাস বিজেপি পার্টিতে।'
আরও পড়ুন- করোনা মিটলে শীতে সনিয়া-শরদকে নিয়ে BJP বিরোধী ফ্রন্টের ব্রিগেড, ঘোষণা Mamata-র