ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স। কেকেআর কর্তা জিত ব্যানার্জিকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ED -র পাশাপাশি, রোজভ্যালি কাণ্ডের তদন্তভার হাতে নেয় CBI। তদন্তে নেমে KKR-র সঙ্গে রোজভ্যালির চুক্তিতেই নজর কেন্দ্রীভূত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোজভ্যালি থেকে বিপুল পরিমাণ অর্থ KKR-র অ্যাকাউন্টে ঢুকেছে। রোজভ্যালির  সঙ্গে নাইট রাইডার্সের কী চুক্তি হয়েছিল? চুক্তির শর্ত কী? কারা মধ্যস্থতা করেন? অফিসিয়াল চুক্তি ছাড়া অন্য কোনও খাতে কি টাকা নেওয়া হয়েছিল?


নাইট রাইডার্স জিত ব্যানার্জিকে জেরা করে আপাতত এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে CBI । ৩দিনের মধ্যে কেকেআর কর্তাকে হাজিরা দিতে হবে সল্টলেকের CGO কমপ্লেক্সে। CBI তদন্তকারীদের দাবি, রোজভ্যালিকাণ্ডের তদন্তে সামনে এসেছে আরও কয়েকজন প্রভাবশালীর নাম। কেকেআর কর্তাকে জেরা করে এঁদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, শিগগিরিই KKR-এর আরও বড় এক কর্তাকে তলব করতে চলেছে CBI।