নিজস্ব প্রতিবেদন:  কলকাতায় এবার ১০০টি ইলেকট্রিক বাস দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই একথা ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তিনি জানান, সারা দেশের ৬৪ টি শহরে ৫৫৯৫ টি ইলেকট্রিক বাস দেওয়া হবে। তার মধ্যে কেবলমাত্র কলকাতাতেই দেওয়া হবে একশোটি ইলেকট্রিক বাস। শুধু তাই নয়, ইলেকট্রিক চার্জার যে যে রুটে চাওয়া হবে, সেই রুটে পরিকাঠামো গড়ে দেওয়া হবে এ রাজ্যে। এদিনের বৈঠকে তাও ঘোষণা করেন তিনি।


দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন একজন তৃণমূল সাংসদই, নাম ফাঁস করলেন দিলীপ


তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যালস অ্যাক্ট  সারা দেশেই চালু করতে হবে। আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোনও আপত্তি থাকার কথা নয় বলে জানান তিনি। তাঁর দাবি,  সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। তখন সেই স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের লোকেরাও ছিলেন। ফলে বিষয়টি নিয়ে খুব ভালোভাবেই অবগত মুখ্যমন্ত্রী।