শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: এক পোর্টালেই এবার রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে মিলবে ভর্তির সুযোগ! কীভাবে? উচ্চশিক্ষায় এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হবে নয়া ব্য়বস্থা। ছাত্রছাত্রীদের হয়রানি কমবে, দাবি শিক্ষা দফতরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছরের উচ্চমাধ্য়মিক পরীক্ষা শেষ। রেজাল্ট বেরোলেই বিভিন্ন কলেজে ভর্তি শুরু হয়ে যাবে। তবে যাঁরা স্নাতকে ভর্তি হবে, তাদের অবশ্য এখন ফর্মের লাইনে দাঁড়াতে হয় না। রাজ্য়ের সমস্ত কলেজেই আলাদাভাবে ভর্তির প্রক্রিয়া চলে অনলাইনেই। তাহলে? এবছর থেকেও তেমনটাই হবে, তবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্য়মেই। 



আরও পড়ুন: Doctor Sacked: ভোটে দাঁড়ানোয় চাকরি গেল সরকারি চিকিৎসকের!


এর আগে, গত বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসতে হয়েছিল রাজ্যকে। কেন? সেক্ষেত্রে আলাদাভাবে একটি পোর্টাল তৈরি করার প্রয়োজন ছিল। কিন্তু হাতে বেশি সময় ছিল না। ফলে পোর্টালটি নির্ভুলভাবে তৈরি করা যায়নি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)