সুতপা সেন: ভোটার কার্ড আছে? থাকলেও কিন্তু ভোট দিতে পারবেন না! কেন? নাম থাকতে হবে ভোটার তালিকায়। ভোটারদের তালিকা দেখে নেওয়ার অনুরোধ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 1950 নম্বরে এসএমএস করে কিংবা  Saksham app-র মাধ্যমে ভোটার তালিকা দেখে নেওয়া যাবে। এমনকী,  প্রয়োজনে দফা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন পেশের ১০ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নামও তোলা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Jadavpur University: রাজ্য-রাজ্যপাল সহমত! যাদবপুরে অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্য ভাস্কর গুপ্ত


শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফায় ভোট হল কোচবিহার, আলিপুরদুয়ার ও  জলপাইগুড়িতে। বাকি আরও ৬ দফা। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে।


বাংলায় কবে কোথায় ভোট?
--
৭ মে(তৃতীয় দফা)--- মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
--
১৩ মে(চতুর্থ দফা)--কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর
---
২০ মে(পঞ্চম দফা)--শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া
--
২৫ মে(ষষ্ঠ দফা)--পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর
--
১ জুন(সপ্তম দফা)-- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগর


এদিকে প্রথম দফায় উত্তরবঙ্গের যে ৩ আসনে ভোট হল, সেই কোচবিহার, আলিপুর ও জলপাইগুড়িতে গতবার জিতেছিল বিজেপি।  এবার কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা, বিজেপি ভোকাট্টা! ৩-০ শূন্য় হতে চলেছে তৃণমূলের পক্ষে। মোদীজী ২০১৯ সালে বসেছিল না, সার্জিকাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে, কোচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে'।


আরও পড়ুন:  Kolkata Police: লাফিয়ে বাড়ছে রোদের তেজ, কর্মীদের ছাতা-জল বিলি কলকাতা পুলিসের



 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)