Kolkata Police: লাফিয়ে বাড়ছে রোদের তেজ, কর্মীদের ছাতা-জল বিলি কলকাতা পুলিসের

বাড়ছে রোদের তেজ এর মাঝেই অভিনব উদ্যোগ কলকাতা পুলিসের। চলুন এক ঝলকে দেখেনি কী এই উদ্যোগ। 

Apr 22, 2024, 19:18 PM IST
1/9

কলকাতায় তাপপ্রবাহ

কলকাতায় তাপপ্রবাহ

অয়ন ঘোষাল: কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

2/9

কলকাতা পুলিসের বিশেষ উদ্যোগ

কলকাতা পুলিসের বিশেষ উদ্যোগ

এরপরই আজ অর্থাৎ সোমবার রাস্তায় ডিউটি করা পুলিস কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিস।

3/9

উপস্থিত বিনীত গোয়েল

উপস্থিত বিনীত গোয়েল

পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ৬-৭টি জায়গায় কর্তব্যরত পুলিস কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিচ্ছেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল।

4/9

জারি সতর্কতা

জারি সতর্কতা

বাতাসে আগুনের হলকা। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

5/9

কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। 

6/9

দাপুটে গরম

দাপুটে গরম

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দাপুটে গরমের এ হল নজিরবিহীন স্পেল। গত পাঁচ বছরে একটানা এত বেশি গরম পড়েনি এপ্রিলের শুরুতে।

7/9

শুরুতেই বাড়ল তাপমাত্রা

শুরুতেই বাড়ল তাপমাত্রা

বৈশাখের শুরুতেই বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি বেশি।

8/9

চাপে সবাই

চাপে সবাই

এখনও জৈষ্ঠ্য বাকি, তখন তাহলে কী হবে। মাথায় হাত সকলেরই। 

9/9

নতুন উদ্যোগ

নতুন উদ্যোগ

পুলিস কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।