নিজস্ব প্রতিবেদন: চাঁদনি চক (Chandni Chowk) এলাকায় বৃদ্ধের রহস্য মৃত্যু। তিন তলা বাড়ি থেকে উদ্ধার এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া দেহ। মৃতের নাম নেপাল দাস (Nepal Das)। উদ্ধার একটি মোবাইল ও ভয়েস রেকর্ড। তদন্তে বউবাজার থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ লালবাজারের (Lal Bazar) ১০০ নম্বরে একটি ফোন আসে। যেখানে বলা হয়, চাঁদনি চকের (Chandni Chowk) একটি বাড়িতে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এরপরই ঘটনাস্থলে যায় বউবাজার থানার পুলিস। ঘরের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় বৃদ্ধ নেপাল দাসকে (Nepal Das) মাটিতে পড়ে থাকতে  দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


আরও পড়ুন: Fake Vaccine Case: তুঙ্গে ED-র তৎপরতা, আজ বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সংস্থা


আরও পড়ুন: বামশূন্য বিধানসভায় জ্যোতির জন্মদিনে মাল্যদান তৃণমূলের, আলাদা করে ফুল-মালা Suvendu-র


পুলিস জানিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা নেপাল দাস (Nepal Das), কর্মসূত্রে পরিবার নিয়ে চাঁদনি চকে (Chandni Chowk) থাকতেন। বৃহস্পতিবার মৃতের ঘর থেকে একটি মোবাইল উদ্ধার করেছেন তদন্তকারীরা। যাতে একটি ভয়েস রেকর্ড রয়েছে। যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, মাত্রাতিরিক্ত ঋণের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তিনি। তবে সেই কণ্ঠস্বর মৃত নেপাল দাসের কিনা, তা নিশ্চিত করতে চাইছেন তদন্তকারীরা। তাই ভয়েস রেকর্ডটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, মৃতের দুই ছেলে রয়েছে। বিভিন্ন কারণে তাঁরা বাবার থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। ফলে বর্তমানে ঋণের বোঝায় ডুবে গিয়েছিলেন নেপাল দাস।