ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ চারুচন্দ্র কলেজ
ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য হয়ে গেল চারুচন্দ্র কলেজ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই কলেজ বন্ধের সিদ্ধান্ত। বুধবার সকালে কলেজের গেটে কলেজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদন : ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য হয়ে গেল চারুচন্দ্র কলেজ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই কলেজ বন্ধের সিদ্ধান্ত। বুধবার সকালে কলেজের গেটে কলেজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার থেকে ছাত্র বিক্ষোভের জেরে অশান্ত চারুচন্দ্র কলেজ। অভিযোগ, মঙ্গলবার কলেজের সিকিওরিটি গার্ডকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যার প্রতিবাদ করেন ছাত্রসংসদের সদস্যরা। উত্তপ্ত হয়ে ওঠে কলেজ। এরপরই ঘেরাও করা হয় প্রিন্সিপ্যালকে। দীর্ঘ সময় পর রাতে ঘেরাওমুক্ত হন প্রিন্সিপ্যাল।
আরও পড়ুন, নতুন স্কুলে নতুনভাবে শুরু করতে চলেছে জিডি বিড়লা স্কুলের সেই খুদে পড়ুয়া
পাশাপাশি আরও অভিযোগ, এক শিক্ষাকর্মীকে মারধরও করেন ছাত্রসংসদের সদস্যরা। টিচার্সরুমে ঢুকেও শিক্ষক-শিক্ষিকাদের হেনস্থা করা হয়। এই ঘটনার পরই কলেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। এরপরই বুধবার কর্তৃপক্ষের তরফে কলেজ বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল।